ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞা উঠলেও অপেক্ষায় আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
নিষেধাজ্ঞা উঠলেও অপেক্ষায় আশরাফুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বিপিএলে ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা শেষ হয়ে গেল শনিবার (১৩ আগস্ট, ২০১৬)। বিষয়টি এতদিন মুখে মুখে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার আনুষ্ঠানিকভাবে আশরাফুলের প্রসঙ্গে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

শনিবারই আশরাফুল লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় সংস্করণে ফিক্সিংয়ে জড়িত থাকায় আশরাফুলকে ৩ বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ আট বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবির গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। পরে আশরাফুল আপিল করলে সেই নিষেধাজ্ঞা কমে আসে দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরে। সে অনুযায়ী বাংলাদেশের সাবেক এই অধিনায়কের নিষেধাজ্ঞা উঠে যায় আজ (১৩ আগস্ট)।

তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও এই ব্যাটসম্যান কোন ধরনের ক্রিকেট খেলতে পারবেন সেটা নিয়ে ছিল সংশয়। আশরাফুলের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছে বিসিবি। শনিবার আইসিসি থেকে কিছু জানানো হয়নি।

এদিকে, মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন জানান, ‘আশরাফুলের নিষেধাজ্ঞা উঠে গেছে। তবে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির সার্টিফিকেট অব গুড কন্ডাক্ট পেলেই তার ঘরোয়া লিগে খেলতে কোনো বাধা থাকবে না। কিন্তু, কোনো ফ্রাঞ্চাইজিভিত্তিক দলের হয়ে যেমন বিপিএলের মতো আসরে খেলা থেকে বিরত থাকতে হবে আশরাফুলকে। ’

ধারণা করা হচ্ছিলো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন ক্রিকেট বিসিএল দিয়েই হয়তো আবার মাঠে নামবেন আশরাফুল। যেটি শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। কিন্তু চার দলের বিসিএলে দল নির্বাচনে উঠে আসবে পারফরম্যান্সের ব্যাপারটি। ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমাররাই সুযোগ পাবেন বিসিএলে।

আশরাফুলকে কবে নাগাত আইসিসি থেকে সেই সার্টিফিকেট দেওয়া হবে সংবাদমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে সুজন জানান, ‘দুই-এক দিনের মধ্যেই আমরা সেটি জানতে পারবো। ’

দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকা আশরাফুল বিসিবির ক্রিকেটীয় অবকাঠামো ব্যবহার করতে পারবেন কী না জানতে চাইলে সুজন যোগ করেন, ‘বিসিবির অন্য ক্রিকেটারদের মতোই আশরাফুল সব অবকাঠামো ব্যবহার করতে পারবেন। তবে, তার আগে তাকে আইসিসির সেই সার্টিফিকেট পেতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৬
এমআরপি/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।