ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিএলে ম্যাচ ফি বাড়ছে ক্রিকেটারদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
বিসিএলে ম্যাচ ফি বাড়ছে ক্রিকেটারদের ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসর। এবারও ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রথমশ্রেণির এ টুর্নামেন্টটি।

পঞ্চম আসর থেকে ক্রিকেটারদের ম্যাচ ফি ২০ শতাংশ বাড়াচ্ছে বিসিবি।

 

ম্যাচ প্রতি ৪০ হাজার টাকা পেতেন ক্রিকেটাররা। এবার পাবেন ৫০ হাজার। ম্যাচ ফি বাড়ালেও চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি আগের মতোই থাকছে।

 

রোববার (১৪ আগস্ট) মিরপুরে জাতীয় দলের কোচ ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে আলোচনার পর এ তথ্য দেন টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী।

ফতুল্লা ও বিকেএসপিতে বিসিএলের ম্যাচগুলো হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলে ঢাকা ও চট্টগ্রামকে বেছে নেয়া হতে পারে বলে জানিয়েছেন আকরাম খান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। ইংল্যান্ড সিরিজের ভেন্যুতে বিসিএলের ম্যাচ হোক-এমনটা চাইছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান বলেন, ‘বিসিএল যেহেতু আমাদের দীর্ঘ পরিসরের ক্রিকেটের সেরা টুর্নামেন্ট তাই এটা আমরা টেস্ট ভেন্যুতেই করতে চাই। কোচ চেয়েছেন ঢাকা ও চট্টগ্রাম টেস্ট ভেন্যুতে খেলার জন্য। গ্রাউন্ডস কমিটির সঙ্গে বসে চেষ্টা করা হবে টেস্ট ভেন্যুতে খেলা দেওয়ার। ’   

প্রথমশ্রেণির ক্রিকেট বিসিএলে অংশগ্রহণকারী চার দল হলো- ওয়ালটন সেন্ট্রাল জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন ও বিসিবি নর্থ জোন। জোনভিত্তিক টুর্নামেন্ট হলেও ফ্রাঞ্চাইজিদের অনুরোধে দলের নামকরণে পরিবর্তন আসছে। পঞ্চম আসর থেকে ফ্রাঞ্চাইজিদের প্রতিষ্ঠানের নামে দলের নামকরণ হবে ওয়ালটন ক্রিকেট দল, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ইসলামী ব্যাংক ক্রিকেট ক্লাব/দল ও বিসিবি ক্রিকেট দল।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।