ঢাকা: দলীয় ২৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কাকে টেনে তুললেন ধনাঞ্জয়া ডি সিলভা ও দিনেশ চান্দিমাল। ষষ্ঠ উইকেট জুটিতে দু’জনের ব্যাট থেকে আসে ২১১।
কলম্বোয় প্রথম ইনিংসে ৩৫৫ রানে অলআউট লঙ্কানরা। ব্যক্তিগত ৩৩ রানে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন স্পিনার রঙ্গনা হেরাথ। কুশল পেরেরা ও দিলরুয়ান পেরেরা দু’জনই সমান ১৬ রান করে আউট হন। এছাড়া আর কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি। মিচেল স্টার্ক একাই তুলে নেন পাঁচটি উইকেট। জস হ্যাজেলউড তিনটি ও বাকি উইকেটটি নেন জন হোল্যান্ড।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করে অজিরা। স্মিথ-ওয়ার্নারদের সামনে এবার হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ! স্বাগতিকদের ৩৫৫ রানের জবাবে এক উইকেটে ১৪১ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
শন মার্শ ৬৪ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৬১ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন। ডেভিড ওয়ার্নারকে সাঝঘরে পাঠান ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস উপহার দেওয়া অফস্পিন অলরাউন্ডার ডি সিলভা।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এমআরএম