ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডি সিলভার পর চান্দিমালের শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
ডি সিলভার পর চান্দিমালের শতক ছবি: সংগৃহীত

ঢাকা: দলীয় ২৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কাকে টেনে তুললেন ধনাঞ্জয়া ডি সিলভা ও দিনেশ চান্দিমাল। ষষ্ঠ উইকেট জুটিতে দু’জনের ব্যাট থেকে আসে ২১১।

এই সিরিজ দিয়ে টেস্টে ক্রিকেটে অভিষিক্ত ডি সিলভা (১২৯) প্রথম দিনে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় দিনে এসে শতক উদযাপনে মাতেন চান্দিমাল (১৩২)।

কলম্বোয় প্রথম ইনিংসে ৩৫৫ রানে অলআউট লঙ্কানরা। ব্যক্তিগত ৩৩ রানে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন স্পিনার রঙ্গনা হেরাথ। কুশল পেরেরা ও দিলরুয়ান পেরেরা দু’জনই সমান ১৬ রান করে আউট হন। এছাড়া আর কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি। মিচেল স্টার্ক একাই তুলে নেন পাঁচটি উইকেট। জস হ্যাজেলউড তিনটি ও বাকি উইকেটটি নেন জন হোল্যান্ড।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করে ‍অজিরা। স্মিথ-ওয়ার্নারদের সামনে এবার হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ! স্বাগতিকদের ৩৫৫ রানের জবাবে এক উইকেটে ১৪১ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।  

শন মার্শ ৬৪ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৬১ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন। ডেভিড ওয়ার্নারকে সাঝঘরে পাঠান ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস উপহার দেওয়া অফস্পিন অলরাউন্ডার ডি সিলভা।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।