ঢাকা: ওয়ানডে দিয়েই বাংলাদেশ দলে বেশিরভাগ বোলারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। এখন তো নতুন কাউকে পরখ করতে খেলানো হয় টি-টোয়েন্টিতে।
অভিষেকের পর দলে নিয়মিত থেকে খেলেছেন পাঁচটি টেস্ট। টেস্ট দলে এখন ‘অটোমেটিক চয়েজ’ এই বোলার। এ বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ অভিষেক হলেও ‘টেস্ট ক্রিকেটার’ এই তকমাটা ভালোভাবেই লেগে গেছে শহীদের গায়ে।
অনেকে টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে খেলার পর টেস্ট ক্যাপ পড়ার জন্য অপেক্ষা করলেও শহীদের সে স্বপ্ন শুরুতেই পূরণ হয়ে গেছে। এ জন্য নিজেকে ভাগ্যবানই মনে করেন তিনি।
ওয়ানডে অভিষেক নিয়ে অতটা না ভাবলেও সুযোগ এলে ঠিকই নিজেকে মেলে ধরতে চান এ ডানহাতি পেসার, ‘আমি অনেক ভাগ্যবান টেস্ট ক্রিকেটের মতো...টেস্ট হচ্ছে অনেক বড় একটা খেলা। তো আমার টেস্ট ডেব্যু (অভিষেক) হয়েছে এজন্য আমি ভাগ্যবান। ওয়ানডে ক্রিকেট নিয়ে ওরকম ইয়ে নেই তবে সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবো। ’
‘সত্যি কথা বলতে আমি হ্যাপি যে টেস্ট দিয়ে আমার ডেব্যু হয়েছে। আমি টেস্ট খেলছি, বলতে পারবো আমি টেস্ট প্লেয়ার। ’-যোগ করেন মোহাম্মদ শহীদ।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এসকে/এমআরএম