ঢাকা: সফরকারী অস্ট্রেলিয়া আর স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টেস্টটি জমে উঠেছে। তৃতীয় দিন শেষে খুব একটা পার্থক্য নেই দু’দলের মাঝে।
এর আগে কলম্বোয় চারটি শতক হয়। দুই দলের চারজন শতক হাঁকান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৩৫৫ রানে অলআউট হয়। নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৩৭৯ রান। আর দিনশেষে লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২ রান তোলে।
প্রথম ইনিংসে লঙ্কানদের হয়ে ইনিংস সর্বোচ্চ ১৩২ রান করেন দিনেশ চান্দিমাল। আর ধনঞ্জয় ডি সিলভার ব্যাট থেকে আসে ১২৯ রান। অজিদের হয়ে প্রথম ইনিংসে ৫টি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। তিনটি উইকেট দখল করেন নাথান লিয়ন।
ব্যাটিংয়ে নেমে সফরকারী অস্ট্রেলিয়ার হয়ে শতক হাঁকান ওপেনার শন মার্শ এবং তিন নম্বরে নামা দলপতি স্টিভেন স্মিথ। মার্শের ব্যাট থেকে আসে ১৩০ রান। আর স্মিথ করেন ১১৯ রান। লঙ্কানদের হয়ে ৬টি উইকেট নেন ব্যাটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়া রঙ্গনা হেরাথ।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কান ওপেনার দিলরুয়ান পেরেরা ব্যক্তিগত ৮ রানে বিদায় নিলেও অপরাজিত থেকে মাঠ ছাড়েন করুনারত্নে এবং কুশল সিলভা।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, ১৫ আগস্ট ২০১৬
এমআরপি