ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের ইংলিশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের ইংলিশ দল ছবি: সংগৃহীত

ঢাকা: চার ম্যাচের টেস্ট সিরিজটি ২-২ সমতায় শেষ হওয়ার পর এবার সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। এরই মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ইংলিশরা।

১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন পেসার মার্ক উড। টেস্ট সিরিজে ইনজুরিতে ভোগা অলরাউন্ডার স্টোকসকেও রাখা হয়েছে। বাদ পড়েছেন জেমস ভিঞ্চি।

আগামী ২৪ আগস্ট প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ৩০ আগস্ট, ১, ৪ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর একমাত্র টি-টোয়েন্টি শেষে দেশে ফিরবে সফরকারীরা। তার আগে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি ওডিআই ম্যাচ (১৮ ও ২০ আগস্ট) খেলবে টিম পাকিস্তান।

ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, লিয়াম ডসন, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস উকস, মার্ক উড।

পাকিস্তান স্কোয়াড: ‍আজহার আলী (অধিনায়ক), শারজিল খান, সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ ‍আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, উমর গুল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, মোহাম্মদ নওয়াজ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।