ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

চার সপ্তাহ মাঠের বাইরে ইংলিশ পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
চার সপ্তাহ মাঠের বাইরে ইংলিশ পেসার ছবি: সংগৃহীত

ঢাকা: ওভালে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ টেস্টে (১১-১৪ আগস্ট) হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগেন। ইংল্যান্ড পেসার স্টিভেন ফিনকে আনুমানিক চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

এরই মধ্যে ঘোষিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও তাকে রাখা হয়নি।

এক বিবৃতিতে ফিনের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। মিডলসেক্সের হয়ে পরবর্তী কয়েকটি ম্যাচ মিস করলেও সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের তিন ম্যাচে দলে সুযোগ পান ফিন। উইকেট নেন পাঁচটি। যার তিনটিই আসে চতুর্থ ও শেষ টেস্টে। এ ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান ২৭ বছর বয়সী এ ডানহাতি পেসার। ওভাল টেস্টে ১০ উইকেটের জয়ে ২-২ সমতা নিয়ে সিরিজ শেষ করেন মিসবাহ-ইউনিসরা।

ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত ৩৫ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ২১টি টি-২০ ম্যাচ খেলেছেন ফিন। তিন ফরমেটে তার উইকেট সংখ্যা যথাক্রমে ১২৫, ৯৮, ২৭।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এমআরএম

** 
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের ইংলিশ দল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।