ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের ওয়ানডে দল থেকে মার্শের নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
অজিদের ওয়ানডে দল থেকে মার্শের নাম প্রত্যাহার ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ লজ্জার পর এবার সীমিত ওভারের সিরিজে চ্যালেঞ্জের সামনে অস্ট্রেলিয়া। এরই মধ্যে ঘোষিত ওয়ানডে দল থেকে অলরাউন্ডার মিচেল মার্শের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

জানা যায়, সামনের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে মার্শকে বিশ্রাম দেওয়া হয়েছে। দক্ষিণ অাফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা যা সেপ্টেম্বরের শেষদিকে শুরু হবে। এরপর স্বাগতিক হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি টেস্ট (নভেম্বরে) ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে (ডিসেম্বর-জানুয়ারি) মাঠে নামবেন স্টিভেন স্মিথরা। এর মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে (ডিসেম্বরে) তিন ম্যাচের ওয়ানডে সিরিজও রয়েছে।

এদিকে, ২৪ বছর বয়সী মিচেল মার্শের পরিবর্তে এখন পর্যন্ত কারো নাম ঘোষণা করেননি সিএ। না হলে ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে। কলম্বোয়া আগামী রোববার (২১ আগস্ট) প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

অস্ট্রেলিয়া ওডিআই স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), জর্জ বেইলি, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, ময়েজেস হ্যানরিকস, উসমান খাজা, নাথান লিওন, শন মার্শ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।