ঢাকা: শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। শেষ বলে ৪।
আগামী রোববার (২৮ আগস্ট) ফাইনালে ওঠার লড়াইয়ে ইয়র্কশায়ারের মুখোমুখি হবে সারে। পরদিন দ্বিতীয় সেমিতে লড়বে ওয়ারউইকশায়ার ও সমারসেট। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
নর্দাম্পটনশায়ারের ছুঁড়ে দেওয়া ২৭৭ রানের জবাবে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় সারে। সাঙ্গাকারার ইনিংসটিতে ছিল ১১টি চার ও দু’টি ছক্কার মার। ওপেনার জেসন রয়ের ব্যাট থেকে আসে ৪২। এছাড়া বেন ফোকস ১৬, স্যাম কুরান ২৬ ও টম কুরান ১৩ রান করে আউট হন। আর কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।
দু’টি করে উইকেট লাভ করেন গ্রায়েম হোয়াইট ও জস কব। একটি করে নেন ররি ক্লেইনভেল্ট, রিচার্ড গ্লিসন, আজহারউল্লাহ। সারের দুই টেলএন্ডার রান আউটের ফাঁদে পড়েন।
এর আগে নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে এক ওভার বাকি থাকতে ২৭৬ রানে অলআউট হয় নর্দাম্পটনশায়ার। আট নম্বরে নামা ররি ক্লেইনভেল্ট সর্বোচ্চ ৭৬ রানে অপরাজিত থাকেন। দুই ওপেনার রিচার্ড লেভি (২০) ও জস কব ৬৬ রান করে আউট হন। রব কেওগ ১৪, অ্যাডাম রোসিংটন ২৫ ও অধিনায়ক অ্যালেক্স ওয়েকলি ৪৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
ইংলিশ পেসার জেড ডার্নবাখ একাই চারটি উইকেট দখল করেন। টম কুরান ও স্টুয়ার্ট মিকার দু’টি আর একটি করে নেন স্যাম কুরান ও জেমস বারকি।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এমআরএম