ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোল্টকে মাশরাফির শুভকামনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
বোল্টকে মাশরাফির শুভকামনা

ঢাকা: রিও অলিম্পিকে একের পর এক ইতিহাসের জন্ম দিচ্ছেন জ্যামাইকান ‘গতিদানব’ উসাইন বোল্ট। বোল্টের সাফল্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ভিডিওতে দেখা যায়, বোল্টের আইকনিক বজ্রবিদ্যুৎ ভঙ্গিতে দু’পাশে হাত ছড়িয়ে দিচ্ছেন ম্যাশ। ক্যাপশনে লেখা, ‘বোল্ট ২০০ মি. এর জন্য তোমাকে শুভকামনা’।

১০০ মিটারের পর এবার ২০০ মিটার স্প্রিন্টেও (দৌড়ে) টানা তিন অলিম্পিকে স্বর্ণ জয়ের অনন্য রেকর্ড গড়েছেন ২৯ বছর বয়সী স্প্রিন্টার বোল্ট। বোল্টের চোখ এখন ৪*১০০ মিটার রিলেতে। এই ইভেন্টে গোল্ড মেডেল হাতে উঠলেই তার ‘ট্রিপল ট্রিপল’ স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। কোনো অঘটন না ঘটলে বাংলাদেশ সময় শনিবার (২০ আগস্ট) সকালেই অবিশ্বাস্য এ কীর্তিটিরও সাক্ষী হবে ক্রীড়াবিশ্ব।

এর আগে ২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়ে সেরার আসনে বসেছিলেন কালজয়ী এ ক্রীড়াবিদ। এ নিয়ে বোল্টের অলিম্পিক গোল্ড মেডেলের সংখ্যা দাঁড়ালো ৮টিতে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ১৯ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।