ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের ওয়ানডে দল ঘোষণা, ফিরেছেন দিলশান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
লঙ্কানদের ওয়ানডে দল ঘোষণা, ফিরেছেন দিলশান ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার সিনিয়র ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান আবারো জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন। চলতি বছরের জানুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলা এই ডানহাতি ১৬ সদস্যের দলে ফিরেছেন।

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে লঙ্কানরা। তাতে দিলশানের সঙ্গে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের আভিস্কা ফার্নান্দো। সম্প্রতি ইংল্যান্ড সফরে চেমসফোর্ড আর ক্যান্টাবুরিতে শতক হাঁকান তিনি।

গত ইংল্যান্ড সফরের আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন দিলশান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সেই সফরে যাননি। হার্ড-হিটার থিসারা পেরেরার ডাক পেয়েছেন স্কোয়াডে। তবে, বাদ পড়েছেন দাসুন শানাকা। পেসার লাসিথ মালিঙ্গা আর দুশমন্ত চামিরা নিজেদের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় প্রথম দুই ম্যাচের স্কোয়াডে সুযোগ পাননি।

নতুন মুখ হিসেবে রয়েছেন আমিলা অপোনসো। এই লেফটআর্ম স্পিনার লিস্ট ‘এ’র ২০ ম্যাচে তুলে নেন ২৮ টি উইকেট।

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ লজ্জার পর এবার সীমিত ওভারের সিরিজে চ্যালেঞ্জের সামনে অস্ট্রেলিয়া। এরই মধ্যে ঘোষিত ওয়ানডে দল থেকে অলরাউন্ডার মিচেল মার্শের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সামনের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে মার্শকে বিশ্রাম দেওয়া হয়।

কলম্বোয়া আগামী রোববার (২১ আগস্ট) প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

শ্রীলঙ্কা ওডিআই স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দিলশান, ডি সিলভা, শ্রিরিবর্ধানে, আভিস্কা ফার্নান্দো, গুনাথিলাকা, নুয়ান প্রদীপ, সুরাঙ্গা লাকমল, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সেকুজে প্রসন্ন, সান্দাকান এবং আমিলা অপোনসো।

অস্ট্রেলিয়া ওডিআই স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), জর্জ বেইলি, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, ময়েজেস হ্যানরিকস, উসমান খাজা, নাথান লিওন, শন মার্শ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।