ঢাকা: মাত্র ক’দিন আগে নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশের ক্রিকেটে ফিরেছেন টাইগারদের সাবেক দলপতি মোহাম্মদ আশরাফুল। ৩২ বছর পার করা আশরাফুল ক্রিকেটে ফিরেই জানিয়েছিলেন, পাকিস্তানের টেস্ট দলপতি মিসবাহ উল হকের মতো ৪২ বছর বয়সেও তিনি খেলা চালিয়ে যেতে চান।
এবার মিসবাহ নিজেই জানালেন, ৫০ বছর বয়সেও খেলা চালিয়ে যেতে চান তিনি।
ইংল্যান্ড সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে মিসবাহ বাহিনী টেস্ট সিরিজ ড্র করেছে। ইংলিশ সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, কত বছর বয়স পর্যন্ত খেলতে চান? এমন প্রশ্নে চটে যাননি পাকিস্তানের সাদা পোশাকের দলপতি। তিনি জানান, ‘৫০ বছর বয়স পর্যন্ত আমি খেলা চালিয়ে যেতে চাই। ’
সম্প্রতি ইংল্যান্ড সফরে ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হয়ে টেস্ট শতকের (১১৪) রেকর্ড গড়েন মিসবাহ। সবচেয়ে বয়স্ক (৪২ বছর ৪৭ দিন) অধিনায়ক হিসেবে টেস্ট শতকের নতুন রেকর্ডও গড়েন মিসবাহ। এতোদিন যা ছিল সাবেক অজি অলরাউন্ডার বব সিম্পসনের (৪১ বছর ৩৫৯ দিন, ১৯৭৭-৭৮) দখলে।
২০১০ সাল থেকে পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব মিসবাহর কাঁধে। অধিনায়ক হিসেবে আর মাত্র দুটি ম্যাচে মাঠে নামলেই ছাড়িয়ে যাবেন সবচেয়ে বেশি ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া ইমরান খানকে (৪৮)।
পাকিস্তান টেস্ট দলের এই অধিনায়ক আরও জানান, ‘দীর্ঘ সময় খেলা চালিয়ে আমি একটি বিশ্বরেকর্ড গড়তে চাই। ’ এই রেকর্ড গড়তে হলে মিসবাহকে টপকে যেতে হবে ১৯৩০ সালে ইংল্যান্ডের হয়ে খেলা উইলফ্রেড রোডসকে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বছর ১৬৫ দিন বয়সে সাদা পোশাকে নেমেছিলেন।
এছাড়া, ৫০ বছর ৩২৭ দিন বয়সে খেলেছিলেন অস্ট্রেলিয়ার আয়রনমনগার (১৯৩৩ সালে)। ৫০ বছর ৩২০ দিন বয়সে ১৮৯৯ সালে খেলেছেন (ইতিহাসের ৬০তম টেস্ট) আরেক ইংলিশ ক্রিকেটার উইলিয়াম জিলবার্ট গ্রেস। ৫০ বছর ৩০৩ দিন বয়সে খেলেছেন ইংলিশ ক্রিকেটার জর্জ গুন।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘন্টা, ২০ আগস্ট ২০১৬
এমআরপি