ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই মাস পর মিরপুরে সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
দুই মাস পর মিরপুরে সাকিব ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়মিত পারফরমার সাকিব আল হাসান। আইপিএল, পিসিএল, সিপিএলের মতো টুর্নামেন্টে অংশ নিতে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে বছরের প্রায় অর্ধেক সময় কাটাতে হয় দেশের বাইরে।

সিপিএলের কারণে দেড় মাসেরও বেশি সময় কাটাতে হয়েছে ক্যারিবিয়ান দ্বীপে। সিপিএল খেলতে ২৫ জুন ঢাকা ছেড়েছিলেন সাকিব। ১২ আগস্ট দেশে ফিরে দুই দিন বিশ্রামের পর স্ত্রী-সন্তানকে নিয়ে যান মালদ্বীপ। সেখান থেকে গতকাল ঢাকায় ফিরে আজ ঢুঁ মারলেন ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে। যদিও আজ অনুশীলনে নামেননি সাকিব। একাডেমি ভবনে মাশরাফি-রুবেলদের সঙ্গে আড্ডা দিয়েই কাটিয়েছেন সময়।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে গতকাল থেকে টাইগারদের স্কিল ক্যাম্প শুরু হলেও বৃষ্টির কারণে আজ ব্যাট-বলের অনুশীলন হয়নি। রিচার্ড হ্যালসলের অধীনে হয়েছে হালকা ফিল্ডিং অনুশীলন। বাকি সময় ফুটবল খেলেই পার করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিসিবি সূত্রে জানা গেছে কাল-পরশুর মধ্যেই অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন সাকিব।

জ্যামাইকা তালাওয়াহসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয় করেন সাকিব আল হাসান। এবারের সিপিএলে ব্যাটে-বলে সফলও হয়েছেন এ অলরাউন্ডর। ২২.৮৫ গড়ে ১৬০ রান করার পাশাপাশি ওভারপ্রতি ৬.৯৪ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন। ফাইনালে ‍গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ‍চার ওভারে মাত্র ২৫ রানে দুই উইকেট তুলে নিয়ে জ্যামাইকা তালাওয়াহসের শিরোপা জয়কে সহজ করেন সাকিব।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।