ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেপ্টেম্বরে এমসিএল, ফাইনাল মিরপুরে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
সেপ্টেম্বরে এমসিএল, ফাইনাল মিরপুরে ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়ছেই। গত বছর শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন দুই দলে ভাগ হয়ে অংশ নেন অলস্টার ক্রিকেট টুর্নামেন্টে।

এই বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যাওয়া ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয় মাস্টার্স ক্রিকেট লিগ (এমসিএল)। এবার বাংলাদেশেও আয়োজিত হচ্ছে এ ধরনের ‍টুর্নামেন্ট।

৬ দলের অংশগ্রহণে টি-২০ ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের পাশাপাশি অংশ নেবেন ঢাকা প্রিমিয়ার লিগে খেলে যাওয়া বিদেশি ক্রিকেটাররাও।  

আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ফাইনাল হবে ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা স্টেডিয়ামে। রোববার (২১ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের এ তথ্য দেন সাবেক ক্রিকেটার ও বিসিবির গেম ডেভলপম্যান্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে বলেও জানান তিনি।

৬ দলের স্কোয়াড গঠনে প্রতিটি দলে আপাতত চারজন করে ক্রিকেটার রাখা হয়েছে। বাকি ক্রিকেটারদের নেয়া হবে নিলামের মাধ্যমে।

দলগুলো হলো-ঢাকা মেট্রো, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ ও অলস্টারস।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।