ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকলাইনের রেকর্ড ভাঙলেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
সাকলাইনের রেকর্ড ভাঙলেন স্টার্ক ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯৯৭ সালের ১২ মে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ৫৩তম ওয়ানডেতে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এতোদিন ধরে এটিই ছিল ওয়ানডে ফরমেটে সবচেয়ে কম ম্যাচ খেলে দ্রুততম একশ উইকেটের রেকর্ড।

এই শ্রীলঙ্কার বিপক্ষেই ওয়ানডেতে নিজের ৫২তম ম্যাচে দ্রুততম একশ উইকেটের রেকর্ড গড়লেন অজি পেসার মিচেল স্টার্ক। কলম্বোয় লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই রেকর্ড স্পর্শ করলেন স্টাক।

ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে বোল্ড করেন ৯৮ উইকেট নিয়ে খেলতে নামা স্টার্ক। ৩৩তম ওভারে ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ১০০তম উইকেট দখল করেন স্টার্ক। আর এর মধ্যে দিয়েই ১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন এই অজি পেসার।

৫৪ ম্যাচে শততম উইকেটের দেখা পেয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার শেন বন্ড। ৫৫ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন অজিদের গতিদানব ব্রেট লি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।