ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গাকারাদের টিমে স্টুয়ার্ট ব্রড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
সাঙ্গাকারাদের টিমে স্টুয়ার্ট ব্রড ছবি: সংগৃহীত

ঢাকা: বিগ ব্যাশ লিগের (বিবিএল) ২০১৬-১৭ মৌসুমের জন্য হোবার্ট হারিকেন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ডের পেস তারকা স্টুয়ার্ট ব্রড। বিদেশি ক্যাটাগরির দু’জন খেলোয়াড়ের বাকি সদস্য শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াস কুমার সাঙ্গাকারা।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্টটিতে এখনো শিরোপার স্বাদ পায়নি ২০১৩-১৪ মৌসুমের রানারআপ হোবার্ট। আগামী ২০ ডিসেম্বর ষষ্ঠ আসরের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিডনি থান্ডার। ফাইনাল ২৮ জানুয়ারি।

পুরো টুর্নামেন্টেই ব্রডকে দেখা যেতে পারে। ২৩ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে হোবার্ট। এর তিনদিন আগে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করবে ইংলিশরা।

টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে চার নম্বরে থাকা ব্রড ২০১৫ বিশ্বকাপের পর মাত্র দু’টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের ওডিআই দলে ফেরার লক্ষ্যটাই তার বিবিএল টিমে চুক্তি সইয়ে প্রভাব রাখে।

হোবার্ট হারিকেন্স স্কোয়াড: জর্জ বেইলি, ক্যামেরন বয়েস, কুমার সাঙ্গাকারা (বিদেশি খেলোয়াড়), ড্যান ক্রিস্টিয়ান, বেন ডাঙ্ক, বেন ম্যাকডারমট, ডমিনিক মাইকেল, সাইমন মিলেনকো, টিম পেইন, স্যাম রেইনবার্ড, জেক রিড, ক্লাইভ রোজ, শন টেইট, জোনাথন ওয়েলস, স্টুয়ার্ট ব্রড (বিদেশি খেলোয়াড়)।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।