ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজে লিড নিলো অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
সিরিজে লিড নিলো অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কা সফরে এসে টেস্ট সিরিজে হারের সাথে সাথে সাদা পোশাকের শীর্ষস্থান হারিয়ে ফেলার দগদগে ক্ষত নিয়েই কলম্বোয় ওয়ানডেতে নেমেছিল সফরকারী অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের বিপক্ষে ৩ উইকেটের জয় কিছুটা আনন্দ এনে দিলো অজি শিবিরে।

 

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৯ বল হাতে রেখে হারিয়েছে স্টিভেন স্মিথের দল। ফলে, ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিল অজিরা।

আগে ব্যাট করা লঙ্কানরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। জবাবে, ৪৬.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

লঙ্কানদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন অপরাজিত থাকা দিনেশ চান্দিমাল। এছাড়া ৬৭ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে ওয়ানডেতে নামা দিলশান করেন ২২ রান।

অজিদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন পেসার জেমস ফকনার। আর তিনটি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক।

২২৮ রানের টার্গেটে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নার ৮ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ করেন ৫৬ রান। তিন নম্বরে নামা দলপতি স্মিথের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৮ রান। ম্যাথু ওয়েড ২৬ আর জর্জ বেইলি ৩৯ রান করেন।

লঙ্কানদের হয়ে তিনটি উইকেট দখল করেন দিলরুয়ান পেরেরা। আর দুটি উইকেট লাভ করেন অভিষিক্ত সান্দাকান।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।