ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুনরায় যোগ দিচ্ছেন ইংলিশ পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
পুনরায় যোগ দিচ্ছেন ইংলিশ পেসার ছবি: সংগৃহীত

ঢাকা: হাতের ইনজুরির কারণে প্রথম ছিটকে পড়েছিলেন। তার পরিবর্তে নতুন খেলোয়াড়ও দলভুক্ত করা হয়।

কিন্তু যতটা মারাত্মক ভাবা হয়েছিল ডেভিড উইলির চোট অতটা গুরুতর নয়। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেই তাকে পাচ্ছে ইংল্যান্ড।

ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে (২০ আগস্ট) সেমিফাইনাল ম্যাচে বাঁ হাতে আঘাত পান উইলি। এরই সুবাদে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পান জেক বল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে যার অভিষেক ঘটে।

উইলির হাতে ফ্র্যাকচার না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইংলিশ দলের মুখপাত্র। এটিই তার দলে পুনরায় যোগ দেওয়া নিশ্চিত করে। সিরিজ চলাকালীন ২৬ বছর বয়সী এ পেসার মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবেন।

ঘরের মাঠে ২-২ সমতায় টেস্ট সিরিজ শেষ করার পর এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে ইংলিশরা। আগামী ২৪ আগস্ট (বুধবার) প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল। সাউদাম্পটনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে।

বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ৩০ আগস্ট, ১, ৪ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ শেষে ৭ সেপ্টেম্বরের একমাত্র টি-২০ শেষে দেশে ফিরবে সফরকারীরা।

ইংলিশদের জার্সিতে এখনো টেস্ট খেলা হয়নি উইলির। এখন পর্যন্ত ১৮ ওয়ানডেতে ২৯ ও ১১টি টি-টোয়েন্টিতে ১৮টি উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।