ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ‘প্লেয়ার্স ড্রাফট’ শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ‘প্লেয়ার্স ড্রাফট’ শুরু ছবি: দিপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে দুপুর সোয়া ১২টায় শুরু হয় ড্রাফট।

৮৮ জন সাবেক ক্রিকেটার প্রাথমিকভাবে জায়গা পেয়েছেন এই ড্রাফটে।  

৬ দলের অংশগ্রহণে টি-২০ ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের পাশাপাশি অংশ নেবেন ঢাকা প্রিমিয়ার লিগে কমপক্ষে পাঁচ বছর খেলেছেন এমন ক্রিকেটাররা। থাকবেন প্রিমিয়ার লিগে খেলে যাওয়া বিদেশি ক্রিকেটাররাও।

মাস্টার্স ক্রিকেট কার্নিভালের সুবাদে ব্যাট-বলের যুদ্ধে নামবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার-আকরাম, দুর্জয়, সুজন, পাইলটরা।

আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ফাইনাল হবে ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হতে পারে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে।

ছয় দলের স্কোয়াড গঠনে প্রতিটি দলে আপাতত চারজন করে ক্রিকেটার রাখা হয়েছে। বাকি ক্রিকেটারদের নেয়া হবে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে।  

অংশগ্রহণকারী দলগুলো হলো-ঢাকা মেট্রো, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ ও অলস্টারস। সিলেট, রংপুর ও বরিশাল বিভাগের সম্মিলিত দলটিকে নাম দেওয়া হয়েছে অলস্টারস। জাতীয় দলের ছয় সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমন ছয় দলের নেতৃত্বে দেবেন।

 
সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়ছেই। গত বছর শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন দুই দলে ভাগ হয়ে অংশ নেন অলস্টার ক্রিকেট টুর্নামেন্টে। এই বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যাওয়া ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয় মাস্টার্স ক্রিকেট লিগ (এমসিএল)। এবার বাংলাদেশেও আয়োজিত হচ্ছে এ ধরনের ‍টুর্নামেন্ট।
 
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।