ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান দলে প্রদীপের পরিবর্তে পেরেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
লঙ্কান দলে প্রদীপের পরিবর্তে পেরেরা নুয়ান প্রদীপ-ছবি:সংগৃহীত

ঢাকা: হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার নুয়ান প্রদীপ। অজিদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলার পর পরের দুটিতে ছিটকে যান তিনি।

তার পরিবর্তে দলে সুযোগ পাচ্ছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরা।

 

টেস্ট সিরিজের পর নেটে ভালো বল করছিলেন প্রদীপ। আর দু’দলের প্রথম ওয়ানডেতেও খেলার কথা ছিল তার। তবে টস হওয়ার কয়েক মিনিট আগেই ইনজুরির কারেণ তাকে সরিয়ে ফেলেন লঙ্কান নির্বাচকরা।

এদিকে ইংল্যান্ডে শ্রীলঙ্কান ‘এ’ দলের হয়ে ভালো পারফরম্যান্স করায় ডাক পান পেরেরা। ইংল্যান্ড লায়ন্স ও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার ম্যাচে করেছেন যথাক্রমে ৩৫, ৩০, ৩৫ ও ৬৯ রান।

ডানহাতি আক্রমণাত্মক এ ব্যাটসম্যান শেষ ক’বছর ঘরোয়া লিগেও দারুণ খেলেন। ৭৮ ইনিংসে যেখানে তার গড় ছিল ৩৬.২১। চলতি বছর প্রিমিয়ার লিগে ৪০.৯০ গড়ে ৪৫০ রান করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।