ঢাকা: ‘ভারত র্যাংকিংয়ের চিন্তা মাথায় রেখে খেলে না’- টিম ইন্ডিয়ার টেস্ট দলপতি বিরাট কোহলির মত। পাকিস্তানের কাছে নিজেদের স্থান হারানোর পর এমনটি জানালেন কোহলি।
নিজেদের ক্রিকেট ইতিহাসে সাদা পোশাকে প্রথমবারের মতো র্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছে পাকিস্তান। সেটিও আবার চির-প্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে। বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজ-ভারত ত্রিনিদাদ টেস্ট ড্র ঘোষণার পর পরই টিম ইন্ডিয়ার শীর্ষস্থান নিজেদের করে নেয় মিসবাহ উল হকের দল।
সম্প্রতি শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়ার ৩-০ তে হোয়াইটওয়াশ ও ইংল্যান্ডের বিপক্ষে ২-২ সমতায় টেস্ট সিরিজ শেষ করার সুবাদে র্যাংকিংয়ের দুইয়ে উঠে আসে পাকিস্তান। একই সঙ্গে গত ১৭ আগস্ট ঘোষিত র্যাংকিংয়ে এক নম্বর অবস্থান পুনরুদ্ধার করে ভারত। সেন্ট লুসিয়া টেস্ট জিতে ২-০ তে চার ম্যাচের সিরিজ জিতে নিলেও বিরাট কোহলিদের ‘ভাগ্য’ ঝুলে ছিল ত্রিনিদাদের চতুর্থ টেস্টে।
শেষ ম্যাচে ক্যারিবীয়দের হারাতে পারলেই কেবল শীর্ষস্থানটা ভারতের হাতেই থাকতো। কিন্তু তাতে বাধ সাধে বৃষ্টি। টানা চারদিন ধরে প্রতিকূল আবহাওয়ায় পঞ্চম দিনে এসে ম্যাচ ড্রয়ের ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা।
আর তাতে কপাল খুলে যায় পাকিস্তানের। ২০০৩ সালে আনুষ্ঠানিক টেস্ট র্যাংকিং চালু হওয়ার পর পঞ্চম দল হিসেবে সবার উপরে উঠে আসে পাকিস্তান। দুই রেটিং পয়েন্ট অবনমনে পাকিস্তানকে নাম্বার ওয়ান পজিশন ছেড়ে দেয় ভারত।
কোহলি জানান, ‘যদি আমরা শেষ ম্যাচে ড্র করতাম, কিংবা পাকিস্তান জিততে পারতো না, তাহলেও র্যাংকিং তার নিজের গতিতেই চলতো এবং পরিবর্তিত হতো। র্যাংকিংটা অবশ্যই প্রতিটি দলের জন্য উৎসাহদায়ক। তবে, মনে রাখতে হবে সেটি দীর্ঘ সময়ের জন্য নয়। আমাদের দুই দেশের র্যাংকিং পয়েন্ট খুবই কাছাকাছি। আর আমরা র্যাংকিং এর কথা মাথায় রেখে খেলি না। একটি দারুণ মৌসুম শেষ করাই আমাদের মূল লক্ষ্য থাকে।
কোহলি আরও যোগ করেন, ‘পুরো মৌসুমে আমাদের চেয়ে অন্য দলগুলো বেশি টেস্ট খেলে থাকে। আমরাও তাদের মতো বেশি বেশি টেস্ট খেলতে চাই। র্যাংকিং উঠা-নামা করবেই। আর আপনাকে সেটার জন্য খেলা চালিয়ে যেতে হবে এমনটি নয়। আপনাকে বিশ্বের সেরা একটি দল হিসেবে খেলা চালিয়ে যেতে হবে, আর এটাই আমাদের প্রধান লক্ষ্য। ’
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৬
এমআরপি