ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে নামছেন সাকিব-তামিম-মাশরাফিরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
মাঠে নামছেন সাকিব-তামিম-মাশরাফিরা ছবি:কাশেম হারুণ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এক মাসের ফিটনেস ক্যাম্প শেষে গত ২০ আগস্ট থেকে ব্যাট-বলের স্কিল ক্যাম্প শুরু করে টাইগাররা।

সাকিব-তামিম-মাশরাফিসহ প্রাথমিক স্কোয়াডে থাকা ৩০ ক্রিকেটার এবার নামছেন নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলতে।


 
বিসিবি সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯টায়। এ ম্যাচে নামার আগে বুধবার (২৪ আগস্ট) সকালে মিরপুরে অনুশীলন করেছে দলের সবাই। ফুটবল অনুশীলনেই মেতে ছিলেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে আজ অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমসহ দলের কয়েকজন ক্রিকেটার ইনডোরের নেটে ব্যাটিং অনুশীলন করেছেন।


 
আগামী ৩ ও ৬ সেপ্টেম্বর নিজেদের মধ্যে আরও দুটি অনুশীলন ম্যাচ খেলবে প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা। এরপরই ঘোষণা করা হবে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড। ৭ অক্টোবর মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ।


 
উল্লেখ্য, কাঁধে অস্ত্রোপচার করায় ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। পুরোপুরি ফিট হয়ে উঠতে চার থেকে পাঁচ মাস লেগে যেতে পারে এ বাঁহাতি পেসারের।


 
৩০ সদস্যের স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন লিখন, মাশরাফি বিন মর্তুজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বী, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।