ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ইতিহাসের ৪০তম হ্যাটট্রিক ফকনারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
ইতিহাসের ৪০তম হ্যাটট্রিক ফকনারের জেমস ফকনার-ছবি:সংগৃহীত

ঢাকা: ক্রিকেটের ওয়ানডে ইতিহাসে ৪০তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার পেসার জেমস ফকনার। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও থিসারা পেরেরাকে আউট করে প্রথমবারের মতো এই কীর্তি গড়েন বাঁহাতি ফাস্ট বোলার।

এদিন আগে ব্যাট করা লঙ্কানদের বিপক্ষে ইনিংসের ৪৬তম ওভারের শেষ বলে ৫৪ রানে থাকা কুশল পেরেরাকে এলবিডব্লিউ করে তুলে নেন ফকনার। পরে ৪৮ ওভারের প্রথম দুই বলে অধিনায়ক ম্যাথিউসকে ব্যক্তিগত ৫৭ রানে হেনরিকেসের ক্যাচে পরিণত করে থিসারা পেরেরাকেও আউট করে হ্যাটট্রিক তুলে নেন।

স্বাগতিক শ্রীলঙ্কা ৪৮ ওভারে ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে।

এদিকে ষষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক পেলেন ফকনার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে অজিদের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান।

ফকনারের আগে আন্তর্জাতিক ওডিআইতে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিয়াসো রাবাদা। ২০১৫ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন প্রোটিয়া তরুণ।  

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত চারজন বোলার হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন। এরা হলেন, শাহাদাদ হোসেন, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পেসার শাহাদাতই টাইগারদের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন।

আন্তর্জাতিক ওডিআইতে সর্বপ্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানের জালাল-উদ-দিন। ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ডটি গড়েন তিনি। এছাড়া সবচেয়ে কম বয়সী হিসেবে আরেক পাকিস্তানি আকিব জাভেদ হ্যাটট্রিক করেছিলেন। ১৯৯১ সালে ভারতের বিপক্ষে ১৯ বছর ৮১ দিনে কীর্তিটি গড়েন আকিব। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ তিনবার হ্যাটট্রিক করার নজির গড়েছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। এছাড়া ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার বলে চারটি উইকেট নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।