ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

রয়-রুটের ব্যাটে ভর করে ইংলিশদের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
রয়-রুটের ব্যাটে ভর করে ইংলিশদের লিড ছবি:সংগৃহীত

ঢাকা: বৃষ্টি আইনে পাকিস্তানকে ৪৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে লিড নিল ইংল্যান্ড। আর দলের এ জয়ে ব্যাটিংয়ে দুর্দান্ত ভূমিকা রাখেন জেসন রয় ও জো রুট।

সফরকারীদের দেওয়া ২৬১ রানের টার্গেটে ৩৪.৩ ওভারে ইংলিশরা তিন উইকেট হারিয়ে ১৯৪ করলে বৃষ্টি হানা দেয়। পরে আম্পায়াররা স্বাগতিকদের ডার্ক ওয়ার্থ-লুইস মেথডে জয়ী ঘোষণা করেন।

সাউদাম্পটনে এদিন জয়ের লক্ষে খেলতে নেমে দলীয় ২৭ রানে আউট হন ওপেনার অ্যালেক্স হেলস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে জয়ের ভীত গড়ে দেন রয় ও রুট। ওপেনার রয় আক্রমণাত্মক খেলে ৫৬ বলে ছয় চার ও এক ছয়ে ৬৫ রান করে আউট হন। অন্যদিকে রুটের ব্যাট থেকে আসে ৬১ রান। শেষ দিকে অধিনায়ক ইয়ন মরগান ৩৩ ও বেন স্টোকস ১৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আজহার আলী ও সরফরাজ আহমেদের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ২৬০ রান করে পাকিস্তান। ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩ রান করেন অধিনায়ক আজহার। ৫৫ রান আসে উইকেটরক্ষক সরফরাজের ব্যাট থেকে আর ৪০ রান করেন বাবর আজম।

ইংলিশ বোলারদের মধ্যে দুটি উইকেট পান লেগ স্পিনার আদিল রশিদ। আর একটি করে উইকেট তুলে নেন ক্রিস ওকস, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট ও রুট। ম্যাচ সেরা হন রয়।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।