ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন কোচের খোঁজে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
নতুন কোচের খোঁজে জিম্বাবুয়ে ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চলতি বছরের মে মাসে হেড কোচ থাকা ডেভ হোয়াটমোরকে ছাঁটাই করেছিল জিম্বাবুয়ে। সেই জায়গায় এখন ভারপ্রাপ্ত হিসেবে কাজ করছেন দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার মাখায়া এনটিনি।

তবে এবার নতুন কোচের খোঁজে নেমেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের কোচের জন্য আবেদনপত্র চাওয়া হচ্ছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়। এর আগে এনটিনির সময় জিম্বাবুয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টো টেস্ট খেলেছে ঘরের মাঠে।

২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের দায়িত্ব নিয়েছিলেন হোয়াটমোর। তার আগে মাত্র পাঁচমাস কাটিয়ে চলে যান স্টিফেন মনগঙ্গো। ২০১৫’র বিশ্বকাপে জিম্বাবুয়ে গ্রুপপর্বে সাত দলের মধ্যে ছয় নম্বরে থেকে আসর শেষ করেছিল। আর টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলতেই পারেনি দলটি। যার পরই সরিয়ে দেওয়া হয় হোয়াটমোরকে।

পাঁচমাস সিনিয়র দলের কোচের দায়িত্ব সামলে সরে যেতে হলেও মনগঙ্গো এখনও জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দলের কোচ। এই মুহূর্তে তাদের সিনিয়র দলের কোচ হওয়ার দিকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। তেমন কাউকে না পাওয়া গেলেও কোচ হিসেবে থেকে যেতে পারেন এনটিনিও। জিম্বাবুয়ের পরের সিরিজ ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।