ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রধান নির্বাচকের অনুরোধ রাখছে না বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
প্রধান নির্বাচকের অনুরোধ রাখছে না বিসিসিআই ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান সন্দ্বীপ পাতিলের চার বছরের মেয়াদ শেষ হবে। এ পদে আরো এক বছর চুক্তি নবায়ন করতে চাইছেন ৬০ বছর বয়সী এ সাবেক ক্রিকেটার।

এক প্রতিবেদনে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ বলছে, পাতিল এক চিঠির মাধ্যমে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) সেক্রেটারি অজয় শিরকের কাছে এমন অনুরোধ জানিয়েছেন। তবে তা প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনাই বেশি। ২০১২ সালের সেপ্টেম্বরে তাকে নির্বাচক কমিটির নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

উক্ত সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের একজন অফিসিয়াল বলেন, ‘বোর্ডে নিয়ম অনুযায়ী কোনো নির্বাচক স্বপদে চার বছরের বেশি সময় থাকতে পারবেন না। তিনি (পাতিল) জানেন চার বছর পর্যন্ত নির্বাচক হিসেবে থাকা যায়। তা সত্ত্বেও তিনি চুক্তি নবায়ন করতে চাইছেন। তিনি কীভাবে আশা করেন, বিসিসিআই তার এ ধরনের অনুরোধ বিবেচনায় রাখবে। এখানে অন্যান্যরাও নির্বাচক হিসেবে কাজ করার জন্য অপেক্ষায় আছেন। ’

প্রসঙ্গত, এর আগে ভারতের কোচ হওয়ার জন্যও ‍আবেদন করেছিলেন পাতিল। কিন্তু বড় নাম হিসেবে আলোচনায় আসলেও শেষ পর্যন্ত তাকে বিবেচনার বাইরে রাখা হয়। বিরাট কোহলিদের দায়িত্ব দেওয়া হয় অনিল কুম্বলের কাঁধে।

বর্তমানে টিম ইন্ডিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন পাতিল। নির্বাচক ভূমিকায় এটিই তার প্রথম বিদেশ সফর।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।