ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ে লুইস-রাহুলের দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
র‌্যাংকিংয়ে লুইস-রাহুলের দাপট ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম ম্যাচে দু’দলের সম্মিলিত ৪৮৯ রানের টি-টোয়েন্টি রেকর্ড স্কোর দেখে ক্রিকেট বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইসের পর ঝড়ো সেঞ্চুরি উপহার দেন ভারতের লোকেশ রাহুল।

যার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। দু’জনের উন্নতি চোখে পড়ার মতোই।

রকেট গতিতে ২৮৮ ধাপ এগিয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন লুইস। তার ৪৯ বলে ১০০ রানের ইনিংসে ভর করে ২৪৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা। জবাবে ১১০ রানে অপরাজিত (৫১ বল) থেকেও দলের জয় নিশ্চিত করতে পারেননি রাহুল।  

শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দুর্দান্ত ইনিংসের সুবাদে ৬৭ ধাপ এগিয়ে ৩১তম স্থানে অবস্থান করছেন ২৪ বছর বয়সী রাহুল। পরদিন (২৮ আগস্ট) বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিতে নেন ব্রাভো-স্যামুয়েলসরা।

এছাড়াও পাঁচ ধাপ এগিয়ে ১৭ নম্বরে রোহিত শর্মা (৬২ ও ১০ অপ.)। অন্যদিকে, দুই ম্যাচে ৭৯ ও ৪৩ রানের ইনিংসে ক্যারিয়ার সেরা ২৩তম (+২৬) র‌্যাংকিংয়ে ক্যারিবীয় ওপেনার জনসন চার্লস।

বোলারদের মধ্যে ভারতের ভুবনেশ্বর কুমার ১৯ ধাপ এগিয়ে ৬৭, মোহাম্মদ শামি (৮২), ২০১৪ টি-২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরমেটে ফেরা (দ্বিতীয় ম্যাচ) অমিত মিশ্র ১০৪ নম্বরে নাম লিখিয়েছেন। ও. ইন্ডিজের ডোয়াইন ব্রাভো পাঁচ ধাপ এগিয়ে ৩৩ ও কাইরন পোলার্ড সাত ধাপ এগিয়ে ৯৬তম স্থানে।

এ সিরিজটি শুরুর আগে দুইয়ে থাকা ভারতের ১২৮ পয়েন্টের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। অবস্থানে পরিবর্তন না হলেও পয়েন্টের পার্থক্যটা ১-এ (১২৬ ও ১২৫) নামিয়ে এনেছে ক্যারিবীয়রা। ১৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড।

টি-২০ র‌্যাংকিংয়ের শীর্ষ দশটি দল:
১। নিউজিল্যান্ড (১৩২ রেটিং পয়েন্ট)
২। ভারত (১২৬)
৩। ওয়েস্ট ইন্ডিজ (১২৫)
৪। দক্ষিণ আফ্রিকা (১১৯)
৫। ইংল্যান্ড (১১৬)
৬। অস্ট্রেলিয়া (১১০)
৭। পাকিস্তান (১০৪)
৮। শ্রীলঙ্কা (৯৬)
৯। আফগানিস্তান (৭৮)
১০। বাংলাদেশ (৭৪)

শীর্ষ দশ ব্যাটসম্যান:
১। বিরাট কোহলি (৮২০)
২। অ্যারন ফিঞ্চ (৮০৩)
৩। মার্টিন গাপটিল (৭৫৪)
৪। ফাফ ডু প্লেসিস (৭৪১)
৫। জো রুট (৭৩৫)
৬। কেন উইলিয়ামসন (৭১৯)
৭। অ্যালেক্স হেলস (৬৯৯)
৮। মোহাম্মদ শাহজাদ (+১, ৬৭৪)
৯। ক্রিস গেইল (-১, ৬৬৮)
১০। হ্যামিল্টন মাসাকাদজা (৬৫৭)

শীর্ষ দশ বোলার:
১। স্যামুয়েল বদ্রি (৭৪৩)
২। ইমরান তাহির (+১, ৭৪০)
৩। জাসপ্রিত বুমরাহ (-১, ৭৩৫)
৪। রবিচন্দ্রন অশ্বিন (+৩, ৬৮৪)
৫। শহীদ আফ্রিদি (৬৭৪)
৬। কাইল অ্যাবোট (৬৭১)
৭। সুনীল নারাইন (৬৬৮)
৮। অ্যাডাম মিলনি (৬৫৫)
৯। জেমস ফকনার (৬৪১)
১০। মোহাম্মদ নবী (৬৩৮)

অলরাউন্ডার:
১। সাকিব অাল হাসান (৩৪৬)
২। শহীদ আফ্রিদি (৩৩২)
৩। গ্লেন ম্যাক্সওয়েল (৩২৯)
৪। মারলন স্যামুয়েলস (২৭৬)
৫। মোহাম্মদ নবী (২৭৪)

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।