ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

এক সঙ্গে হওয়াটাই গুরুত্বপূর্ণ: দূর্জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এক সঙ্গে হওয়াটাই গুরুত্বপূর্ণ: দূর্জয় ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার থেকে: ক্রিকেটারদের মিলনমেলা এখন কক্সবাজারে। মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক নন, আকরাম, দূর্জয়, বাশার, সুজন, পাইলটদের পদভারে মুখরিত সমুদ্র সৈকত।

৮০-৯০ এর দশকের মাঠ কাঁপানো ক্রিকেটারদের মিলনের উপলক্ষ করে দিয়েছে ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’।

কক্সবাজারের শেখ কামাল আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে যেটি শুরু আগামীকাল (০১ সেপ্টেম্বর) থেকে। এর আগে বুধবার (৩১ আগস্ট) টুর্নামেন্টের ভেন্যুতে হয়ে গেল অংশগ্রহনকারী ৬ দলের সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন দলগুলোর অধিনায়করা।

জেবি ঢাকা ডিভিশনের অধিনায়ক নাইমুর রহমান দূর্জয় ক্রিকেটারদের মিলনমেলার দারুণ এক উপলক্ষ মনে করছেন এ ক্রিকেট কার্নিভালকে, ‘নানা ব্যস্ততার কারণে আমাদের সময়ের ক্রিকেটারদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ কমই থাকে। এ আয়োজনের মাধ্যমে সবাই ২-৩ দিন এক সাথে থাকবো, ব্যাপারটা ভাবতে ভালো লাগছে। এক সঙ্গে হওয়াটাই গুরুত্বপূর্ণ। ’

সাবেক ক্রিকেটারদের উদ্যোগ ও অংশগ্রহণে আয়োজিত এ কার্নিভালে বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল ও ঢাকা প্রিমিয়ার লিগে কমপক্ষে পাঁচ বছর খেলেছেন এমন ক্রিকেটাররাই সুযোগ পেয়েছেন। ৬টি দলে মোট ৯০ জন সাবেক ক্রিকেটার অংশ নিচ্ছেন এ ক্রিকেট কার্নিভালে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস

**সাবেকদের অপেক্ষায় কক্সবাজার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।