ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট না হলে ফুটবল খেলবেন আকরাম

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ক্রিকেট না হলে ফুটবল খেলবেন আকরাম ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার থেকে: সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’ কাভার করতে ঢাকা থেকে ক্রীড়া সাংবাদিকরা কক্সবাজার পৌঁছেছেন বুধবার (৩১ আগস্ট) সকালে। পৌঁছেই টের পেয়েছেন ঢাকার সঙ্গে এখানকার পার্থক্য।

গরমের কারণে রাজধানীর মানুষের বৃষ্টির জন্য প্রার্থনা, উল্টো সেই বৃষ্টিই এখানে দুঃশ্চিন্তার বড় কারণ।

সকাল থেকে থেমে থেমে বৃষ্টির প্রভাবে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবস্থা এতটাই নাজুক যে, টুর্নামেন্ট শুরুর আগদিন অনুশীলনই করতে পারলেন না অংশগ্রহণকারী ৬ দলের ক্রিকেটাররা। আগামীকাল ঠিক সময়ে উদ্বোধনী দিনের ম্যাচ মাঠে গড়াবে কিনা-তা নিয়েও আছে শঙ্কা। তাইতো টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনে উঠে এলো বৃষ্টির প্রসঙ্গ। তবে বৃষ্টি নিয়ে নিরাশ নন চট্টগ্রাম ইস্পাহানি দলের অধিনায়ক আকরাম খান, ‘এখানে উপভোগ করার অনেক জায়গা আছে। যেমন ১৬ ওভারের ম্যাচ হবে। যদি ১৬ ওভার না খেলা হয় তাহলে কমাতে কমাতে প্রয়োজনে ৬ ওভারের ম্যাচ খেলবো। তাও যদি না হয় তাহলে আমরা ফুটবল খেলবো। ’

৯০ জন পুরণো সতীর্থকে একসাথে পেয়ে দারুণ খুশি আকরাম খান। খেলার চেয়ে ক্রিকেটারদের এ মিলনমেলাকেই বড় করে দেখছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা আমরা গত ১৫-২০ বছর একসাথে খেলেছি সবাই একসাথে থাকছি। উপভোগ করতে পারছি। এটা একটা উৎসবের মতো। আমরা উপভোগ করবো। এটাই বড় ব্যাপার। ’

বিকেলে বৃষ্টি মাথায় নিয়েই সায়মন বিচ রিসোর্ট থেকে মাইক্রোবাসে চড়ে আসতে লাগলেন সাবেক ক্রিকেটাররা। বিকেলে বৃষ্টি একটু থামার ফাঁকে সংবাদ সম্মেলন হলো ঠিকই। কিন্ত অনুশীলন করা গেল না। পরে ৬ দলের ক্রিকেটাররা সৈকতের বালুতে ফুটবল খেলে প্রস্তুতি সারেন।

আগামীকাল (০১ সেপ্টেম্বর) টুর্নামেন্টর উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে ঢাকা রেনেসা রাজশাহী খেলবে কনফিডেন্স ঢাকা মেট্রোর বিপক্ষে। একাডেমির এক নম্বর মাঠে জেবি ঢাকা ডিভিশনের প্রতিপক্ষ ইস্পাহানি চট্টগ্রাম। দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস

**সিরিয়াস ক্রিকেটই খেলবেন রফিক

**এক সঙ্গে হওয়াটাই গুরুত্বপূর্ন: দূর্জয়
**সাবেকদের অপেক্ষায় কক্সবাজার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।