ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডকে পাত্তা দিচ্ছেন না সাকিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ইংল্যান্ডকে পাত্তা দিচ্ছেন না সাকিব সাকিব-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: তিন ম্যাচ সিরেজের ওয়ানডে খেলতে সেপ্টেম্বরের ২১ তারিখে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। আর কাবুয়ালীওয়ালাদের দিয়েই অক্টোবর থেকে শুরু হওয়া ইংল্যান্ড সিরিজের সেরা প্রস্তুতিটি হয়ে যাবে বলে মনে করেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।


 
বুধবার (৩১ আগস্ট) মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে আয়োজিত ‘প্লে উইথ সাকিব’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
 
এ সময় সাকিব আরও বলেন, ‘আফগানিস্তান যেহেতু আসবে সেহেতু এটা আমাদের প্রস্তুতির একট বড় সুযোগ। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। তাই আমার মনে হয় আফগানিস্তান দিয়েই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ভাল একটি প্রস্তুতি হয়ে যাবে। আশা করি ভাল দুইটা সিরিজ হবে আমাদের। ’
 
এদিকে গেল কয়েকদিন যাবতই বোলিং কোচের নিয়োগ নিয়ে বিসিবিতে চলছে জোর গুঞ্জন। কেউ বলছেন ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড কোর্টনি ওয়ালশ আবার কউ বলছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বোলার অ্যালান ডোনাল্ডের কথা। তবে সাকিব মনে করছেন, এই দুজনের যেই হোক দিন শেষে সেটা বাংলাদেশ ক্রিকেটের কল্যাণ বয়ে আনবে। ‘যেই হোক ভালই হবে। দুইজনই লিজেন্ড ক্রিকেটার। ওদের কাছ থেকে বোলিংয়ের বেসিক কি শিখবে না শিখবে জানি না তবে ওরা যে অভিজ্ঞতাটা শেয়ার করবে আমার কাছে ওটাই বড় ব্যাপার। ’


 
অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড সিরিজের আগেই  চলতি সিরিজগুলোতে ইংলিশদের যে ফলাফল তাতে বিশ্বের যে কোন দলই তাদের বিপক্ষে সিরিজ খেলার ব্যাপারে কিছুটা ভীত থাকার কথা।
 
কেননা গেল মে-জুনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্টের দুটি’তে জিতে সিরিজ ঘরে তুলেছে অ্যালিস্টার কুক বাহিনী। শুধু টেস্টই কেন? দেশটির বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডেও ৩-০ তে জিতে নিয়েছে ইয়ন মরগানরা।
 
এরপর পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজ ২-২ এ ড্র এর পরে চলতি ৫ ম্যাচ সিরিজের ওয়ানডের তিনটিতে জিতে সিরিজে ৩-০ তে এগিয়ে রয়েছে ইংলিশরা। সব চাইতে বড় ভীতির ব্যাপারটি হলো দলটির ৪৪৪ রানের সংগ্রহ! যা ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ স্কোর।
 
তবে আশার কথা হলো সাকিব ইংল্যান্ডের এই ফর্মকে একেবারেই পাত্তা দিচ্ছেন না। বিশ্বের অন্যান্য ৮-১০ দেশের মতই দেখছেন ইংলিশদের।
 
‘দেখেন এটা একটি ভিন্ন রকমের সিরিজ হবে। ওদের কন্ডিশনে ওরা সব সময়ই অনেক ভাল দল। আমরাও আমাদের কন্ডিশনে শেষ দেড় দুই বছর ভাল করছি। আমার কাছে মনে হয় বেশ ভাল একটা সিরিজ হবে। আমি বিশ্বাস করি টেস্ট ওয়ানডে দুই ফরম্যাটেই আমাদের জেতার সামর্থ আছে। আমরা আমাদের সামর্থ অনুযায়ী খেলতে পারলে আমার মনে হয় আমরা ভাল করবো। ’  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৬

এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।