কক্সবাজার থেকে: সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল মাঠে গড়ানোর আগেই উত্তাপ টের পাচ্ছেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। কনফিডেন্স ঢাকা মেট্রোর হয়ে মাঠে নামবেন এ অলরাউন্ডার।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ রফিকের দলের প্রতিপক্ষ রেনেসা রাজশাহী। অনেকেই যখন ভাবছেন ফানি ক্রিকেট ম্যাচ হবে এ কার্নিভালে রফিকের কন্ঠে তখন ভিন্ন সুর। এ টুর্নামেন্টকে গুরুত্ব দিয়েই নিচ্ছেন তিনি, ‘যেখানেই আমি ক্রিকেট খেলি সিরিয়াসলি দেখি। যদি মনে করেন মজা করতে আসছি... এমন না। সবাই পেশাদার ক্রিকেটার ছিল এখানে প্রতিযোগিতা হবেই। হতে পারে এখন আমরা ওই লেভেলের প্রফেশনাল কেউ না। তারপরও সবাই সেরাটা দেয়ার চেষ্টা করবে। ’
সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এ কার্নিভালকে দারুণ এক উদ্যোগ হিসেবেই দেখছেন রফিক। এ ক্রিকেটার চান সামনে এ টুর্নামেন্ট যেন আরও বড় পরিসরে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আয়োজন করা হয়, ‘এটা ভালো একটা উদ্যোগ আমি সাধুবাদ জানাই। এবার হওয়াতে সবাই জেনে গেল। সামনে আরও বড় করে আয়োজিত হবে এ আশাই করি। কোনো কিছু উদ্যোগ নিয়ে শুরু করাটা জরুরী। এবার শুরু হলো। আশা করি অব্যহত থাকবে। ’
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস
**ক্রিকেট না হলে ফুটবল খেলবেন আকরাম
**এক সঙ্গে হওয়াটাই গুরুত্বপূর্ন: দূর্জয়
**সাবেকদের অপেক্ষায় কক্সবাজার