ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্টেইনের শীর্ষে ফেরা, শীর্ষ পাঁচে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
স্টেইনের শীর্ষে ফেরা, শীর্ষ পাঁচে প্রোটিয়ারা ছবি: সংগৃহীত

ঢাকা: জেমস অ্যান্ডারসনকে হটিয়ে টেস্ট বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন ডেল স্টেইন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে হারানো রাজত্ব ফিরে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ‘গতিদানব’।

মঙ্গলবার (৩০ আগস্ট) ২০৪ রানের উড়ন্ত জয়ে ১-০ তে দুই ম্যাচের সিরিজ জিতে নেয় প্রোটিয়ারা। বৃষ্টির ‍কারণে ডারবান টেস্ট ড্রয়ের মুখ দেখে।

দ্বিতীয় ইনিংসে ৩৩ রানের বিনিময়ে পাঁচটি উইকেট লাভ করেন স্টেইন। যা তার ২৬তম পাঁচ উইকেট শিকার। ৯৯ রানে আট উইকেট নিয়ে ম্যাচ শেষ করে শীর্ষস্থান দখল করেন ৩৩ বছর বয়সী এ অভিজ্ঞ পেসার।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্ট দিয়ে নাম্বার ওয়ান পজিশন পুনরুদ্ধার করেন। পরের বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ডারবান টেস্টে কাঁধের ইনজুরি আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত শীর্ষস্থান উপভোগ করেন স্টেইন। তার অনুপস্থিতির সুবিধা নিয়ে শীর্ষে থেকে গত বছর শেষ করেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

এবার অশ্বিন ও টপ র‌্যাংক বোলার ইংলিশ পেস তারকা অ্যান্ডারসনকে হটিকে আবারো টেস্ট বোলারদের চূড়ায় উঠলেন স্টেইন। ২০০৮ সালের এপ্রিলে শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে যৌথভাবে প্রথমবারের মতো সেরার আসনে বসেছিলেন প্রোটিয়া ‘স্পিডস্টার’।

স্টেইন এখন রেকর্ড ২৬৩ টেস্টে নাম্বার ওয়ান বোলার। ২১৪ সপ্তাহ শীর্ষে থাকা মুরালিধরন দ্বিতীয় অবস্থানে। দিনের হিসেবে ২,৩২০ দিন টপ র‌্যাংকিং কাটিয়েছেন স্টেইন। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেকোনো বোলারের চেয়ে বেশি।

সবশেষ বোলিং র‌্যাংকিংয়ে স্টেইনের নতুন বলের পার্টনার ভারনন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদার উন্নতি চোখে পড়ার মতো। সেঞ্চুরিয়ান টেস্টে চার উইকেট নেয়া ফিল্যান্ডার ১৩ থেকে ১১ ও পাঁচ উইকেট লাভ করা রাবাদা তিন ধাপ এগিয়ে ২৭ নম্বরে নাম লিখিয়েছেন।

নিউজিল্যান্ডের জন্য সুসংবাদ, ফাস্ট বোলার নেইল ওয়াগনার ছয় উইকেটের পুরস্কারস্বরূপ এক ধাপ এগিয়ে ৯-এ অবস্থান করছেন। প্রথম ইনিংসেই তিনি পাঁচটি উইকেট নেন।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ডু প্লেসিস (১১২ অপ. ও ৬) ৯ ধাপ এগিয়ে ২৪তম অবস্থানে। ৮২ ও ৫০ রানের ইনিংস ও ছয়টি ডিসমিসাল করে ম্যাচসেরা হওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক ১৮ ধাপ এগিয়ে এখন ৩২-এ।

এদিকে, ১-০ তে সিরিজ জিতে টিম র‌্যাংকিংয়ে দুই ‍ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। আর দুই ধাপ অবনমনে সাতে নেমে গেছে কিউইরা।

শীর্ষ দশটি টিম:
১। পাকিস্তান (১১১ রেটিং পয়েন্ট)
২। ভারত (১১০)
৩। অস্ট্রেলিয়া (১০৮)
৪। ইংল্যান্ড (১০৮)
৫। দক্ষিণ আফ্রিকা (+২, ৯৬)
৬। শ্রীলঙ্কা (৯৫)
৭। নিউজিল্যান্ড (-২, ৯৫)
৮। ওয়েস্ট ইন্ডিজ (৬৭)
৯। বাংলাদেশ (৫৭)
১০। জিম্বাবুয়ে (৮)

শীর্ষ দশ ব্যাটসম্যান:
১। স্টিভেন স্মিথ (৯০৬)
২। জো রুট (৮৭৮)
৩। কেন উইলিয়ামসন (৮৭৬)
৪। হাশিম আমলা (৮৪৭)
৫। ইউনিস খান (৮৪৫)
৬। অ্যাডাম ভোজেস (+১, ৮০২)
৭। এবি ডি ভিলিয়ার্স (৮০২)
৮। অজিঙ্কা রাহানে (৭৮৫)
৯। ডেভিড ওয়ার্নার (+১, ৭৭২)
১০। অ্যালিস্টার কুক (+১, ৭৭০)

শীর্ষ দশ বোলার:
১। ডেল স্টেইন (+২, ৮৭৮)
২। জেমস অ্যান্ডারসন (-১, ৮৭০)
৩। রবিচন্দ্রন অশ্বিন (-১, ৮৫৯)
৪। স্টুয়ার্ট ব্রড (৮৩৬)
৫। রঙ্গনা হেরাথ (৮৩১)
৬। ইয়াসির শাহ (৮০৬)
৭। মিচেল স্টার্ক (৭৯২)
৮। রবিন্দ্র জাদেজা (৭৭৩)
৯। নেইল ওয়াগনার (+১, ৭৬০)
১০। ট্রেন্ট বোল্ট (-১, ৭৩৩)

অলরাউন্ডার:
১। রবিচন্দ্রন অশ্বিন (৪৩৯)
২। সাকিব আল হাসান (৩৮৪)
৩। মঈন আলী (২৯২)
৪। মিচেল স্টার্ক (২৭৯)
৫। ভারনন ফিল্যান্ডার (২৬৪)

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।