ঢাকা: জন হ্যাস্টিংসের ছয় উইকেটের সঙ্গে জর্জ বেইলির অপরাজিত ৯০ রানের ইনিংসে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। সে যাই হোক, লঙ্কানদের জন্য আরো বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ইনজুরি।
বুধবার (৩১ আগস্ট) ডাম্বুলায় অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে ব্যাটিংয়ে নামার শুরুতেই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ম্যাথিউস! ইনিংসের ১৩তম ওভারে স্কট বোল্যান্ডের করা একটি বাউন্সি বল তার হেলমেটই ভেঙে দেয়। তবে স্বস্তির খবর, এতে কোনো বিপদের সাক্ষী হয়নি ক্রিকেটবিশ্ব।
ব্যক্তিগত ২৮ রানের মাথায় (২৭.১ ওভার) পায়ের ইনজুরিতে ভুগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ম্যাথিউস। পরে ট্রিটমেন্ট নিয়ে ৪৮তম ওভারে ব্যাটিংয়ে নেমে ১২ রান যোগ করে ইনিংসের শেষ বলে আউট হন।
এদিকে, ইনজুরি ও হেলমেটে বলের আঘাতে ম্যাথিউসের সিটি স্ক্যান করানোর কথা জানিয়েছেন সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল, ‘দুর্ভাগ্যজনকভাবে কাফ স্ট্রেইনে ভুগছে ম্যাথিউস। আগামীকাল (২ সেপ্টেম্বর) তার সিটি স্ক্যান করানো হবে এবং সে খেলতে পারবে কিনা তা জানাবেন ফিজিও। দুর্ভাগ্যজনক হলেও এ সিরিজের সামনের ম্যাচগুলোতে তার খেলা অনিশ্চিত। ’
প্রথম চার ওয়ানডেতে ২৪.৭৫ গড়ে ৯৯ রান করেছেন ম্যাথিউস। উইকেট নিয়েছেন চারটি। শেষ পর্যন্ত ছিটকে গেলে ২৯ বছর বয়সী এ অলরাউন্ডারকে মিস করতে যাচ্ছে লঙ্কানরা।
পাল্লেকেলেতে আগামী ৪ সেপ্টেম্বর পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে অজিরা। দু’টি টি-২০ অনুষ্ঠিত হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেন ম্যাথিউস-চান্দিমালরা।
বলের আঘাতে ম্যাথিউসের হেলমেট ভাঙার ভিডিও:
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
এমআরএম