ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকা সফরে বিশ্রামে স্টার্ক-হ্যাজেলউড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
দ. আফ্রিকা সফরে বিশ্রামে স্টার্ক-হ্যাজেলউড মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড/ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফরে মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডের খেলা হচ্ছে না। সামনে ব্যস্ত সূচি সামনে রেখে দুই পেসারকে বিশ্রামে রাখার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এর আগে একই কারণে শ্রীলঙ্কার মাটিতে চলমান ওয়ানডে সিরিজের মাঝপথে দেশে ফিরে যান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

শ্রীলঙ্কা ট্যুর থেকে খুব শিগগিরই ফিরবেন হ্যাজেলউড। টি-২০ স্কোয়াডে তাকে রাখা হয়নি। এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে ওডিআই সিরিজ জিতে নিয়েছে অজিরা। ৪ সেপ্টেম্বর পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, শেষ ম্যাচ পর্যন্ত থাকছেন স্টার্ক। ওয়ানডে সিরিজের পর ৬ ও ৯ সেপ্টেম্বর দু’টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

আগামী ৩০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি চারটি মাঠে গড়াবে যথাক্রমে ২, ৫, ৯, ১২ অক্টোবর। এরপর নভেম্বরে তিনটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে প্রোটিয়ারা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।