ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ছিটকেই গেলেন লঙ্কান দলপতি ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
ছিটকেই গেলেন লঙ্কান দলপতি ম্যাথিউস ছবি:সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কান দলের জন্য দুঃসংবাদই। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

সিরিজের পঞ্চম ওয়ানডে সহ টি-২০ সিরিজে তার আর খেলা হচ্ছে না।

বুধবার (৩১ আগস্ট) ডাম্বুলায় অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে ব্যাটিংয়ে নামার শুরুতেই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ম্যাথিউস। ইনিংসের ১৩তম ওভারে স্কট বোল্যান্ডের করা একটি বাউন্সি বল তার হেলমেটই ভেঙে দেয়। তবে স্বস্তির খবর, এতে কোনো বিপদের সাক্ষী হয়নি ক্রিকেট বিশ্ব।

এদিকে পায়ের ইনজুরির কারণে সরে যেতে হলো ম্যাথিউসকে। যদিও হেলমেটে বলের আঘাতে ম্যাথিউসের সিটি স্ক্যান করানোর কথা, কিন্তু তার আগে লঙ্কান ম্যানেজমেন্ট তার না খেলার ব্যাপারটি নিশ্চিত করেছে। সেই সঙ্গে পঞ্চম ওয়ানডের স্কোয়াড থেকে অলরাউন্ডার থিসারা পেরেরা ও স্পিনার লাকসান সানদাকানকে বাদ দেওয়া হয়েছে। তাদের তিন জনের পরিবর্তে দলে আসছেন উপল থারাঙ্গা, নিরোসান দিকওয়ালা ও দাসুন শানাকা।

পাল্লেকেলেতে আগামী ৪ সেপ্টেম্বর পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে অজিরা। দু’টি টি-২০ অনুষ্ঠিত হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেন ম্যাথিউস-চান্দিমালরা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।