ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

লাহোর হামলায় আহত কোচও আসছেন বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
লাহোর হামলায় আহত কোচও আসছেন বাংলাদেশে ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন সফর নিয়ে শঙ্কা দূর হলেও সফরকারী দলটির হয়ে কে আসবেন আর কে আসবেন না তাতে চোখ রেখেছে বিশ্ব মিডিয়া। ইংলিশ সংবাদমাধ্যমগুলো থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সফরে আসতে কোনো আপত্তি নেই ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেসের।

এর আগে ইংল্যান্ডের টেস্ট দলপতি অ্যালিস্টার কুক বাংলাদেশ সফরে আসার ব্যাপারে সিদ্ধান্ত জানালেও, দলটির ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান এখনও নিশ্চিত করেনি টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে আসবেন কি না।

২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে সন্ত্রাসীদের হামলা চালিয়েছিল। সে সময় লঙ্কান দলের সহকারী কোচ ছিলেন ফারব্রেস। আহতও হয়েছিলেন তিনি। এমন দুর্ঘটনার সাক্ষী হওয়া এই ইংলিশ সাবেক ক্রিকেটার বাংলাদেশে আসতে কোনো দ্বিধা নেই বলে জানিয়েছেন। আর ইংলিশদের বর্তমান কোচিং স্টাফদের মধ্যে তিনিই প্রথম এমন সিদ্ধান্ত জানালেন।

ইংল্যান্ডের এই সহকারী কোচ জানান, ‘ক্রিকেটাররা যেভাবে বাংলাদেশ সফরের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে, আমাকে আসলে সেভাবে ভাবতে হচ্ছে না। আমি একরকম সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। গত সপ্তাহে লন্ডনের মিটিংয়ে আমি ছিলাম, সবার কথা শুনেছি। তাতে একবারও মনে হয়নি বাংলাদেশ সফরে যাওয়ার ব্যাপারে আমাকে আরও ভালোভাবে ভাবতে হবে। ’

ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করে ইসিবিকে সবুজ সংকেত দেয়। দলের প্রধান রেগ ডিকাসনের রিপোর্টের উপর নির্ভর করে ইসিবি বাংলাদেশ দল পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু, ক্রিকেটারদের উপর ছেড়ে দেওয়া হয়েছে সফরে আসা, না আসার বিষয়টি।  

রেগ ডিকাসনের প্রতি নিজের আস্থার কথাই জানিয়ে ফারব্রেস বলেন, ‘ডিকাসনের প্রতিবেদন নিয়ে সন্দেহ তোলার কোনো অবকাশই নেই। আমি মনে করি, ল্যাংহাম হোটেলের বৈঠকে ডিকাসন বাংলাদেশ সফর নিয়ে আমাদের সবাইকে যা বলেছেন, সেটিই সর্বশেষ তথ্য এবং সঠিক তথ্য। তিনি আমাদের প্রধান নিরাপত্তা বিশেষজ্ঞ। তাই বাংলাদেশ সফরে যাওয়া নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নেই। ’

ইংলিশ সংবাদমাধ্যমগুলো থেকে দাবী করা হচ্ছে, ইসিবি বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সংকেত দেওয়ার আগেই নাকি ফারব্রেস জানিয়েছিলেন, সফর বাতিল করার পক্ষে নন তিনি। ইসিবির নিরাপত্তা বিশেষজ্ঞ ডিকাসনের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি জানিয়েছেন, বাংলাদেশে ইংলিশরা নিরাপদেই থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।