ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়াকারের বিশ্ব সেরা একাদশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
ওয়াকারের বিশ্ব সেরা একাদশে মোস্তাফিজ ওয়াকার ও মোস্তাফিজ

ঢাকা: কিংবদন্তি বা সাধারণ ক্রিকেটার, সাবেক বা বর্তমান প্রায় সবাই এখন নিজেদের স্বপ্নের একাদশ তৈরি করছেন। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াকার ইউনিস তার পছন্দের ওয়ানডে একাদশের নাম জানিয়েছে।

আর এ দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের সেনসেশন মোস্তাফিজুর রহমান। যদিও বর্তমান ক্রিকেটারদের নিয়েই ওয়াকার নিজের একাদশ সাজিয়েছেন।

পাকিস্তানের সাবেক এ অধিনায়ক তার দলের ওপেনিং ব্যাটিংয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের রোহিত শর্মাকে। আর তিন নম্বর ব্যাটিংয়ে বর্তমান বিশ্বে চমক জাগানো ক্রিকেটার বিরাট কোহলিকেই তিনি পছন্দ করেছেন।

চার নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ৩৬০ ডিগ্রির এ ক্রিকেটারকে আবার এ দলের অধিনায়ক করা হয়েছে। আর পাঁচ নম্বর ব্যাটিংয়ে রেখেছেন বর্তমান অজি দলের অধিনায়ক স্টিভেন স্মিথকে।

উইকেটরক্ষ-ব্যাটসম্যান হিসেবে আছেন ইংল্যান্ডের জস বাটলার। যেখানে আরেক ইংলিশ তারকা বেন স্টোকসকে সিমার অলরাউন্ডার হিসেবে নিয়েছেন। এছাড়া একই দেশের স্পিন অলরাউন্ডার মঈন আলীকেও রাখা হয়েছে।

পেস বোলিং বিভাগে ওয়াকার তিন বাঁহাতি বোলারকে নিয়েছেন। যেখানে মোস্তাফিজের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও পাকিস্তানের মোহাম্মদ আমির। স্বদেশি ক্রিকেটার হিসেবে আমিরকেই নেওয়া হয়েছে।

ওয়াকার তার দলে দ্বাদশ সদস্যও রেখেছেন। যেখানে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল।

একাদশ: ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, জস বাটলার (উইকেরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, মিচেল স্টার্ক, মোহাম্মদ আমির ও মোস্তাফিজুর রহমান। মার্টিন গাপটিল-দ্বাদশ ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।