ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-২০ সিরিজে ছিটকে গেলেন ফিঞ্চ-লিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
টি-২০ সিরিজে ছিটকে গেলেন ফিঞ্চ-লিন ফিঞ্চ ও লিন-ছবি:সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ান দলে ইনজুরির খাতায় নতুন করে নাম লেখালেন দুই ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও ক্রিস লিন । চলতি সপ্তাহের শেষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে শন মার্শ ও নাথান কোল্টার নাইলও ইনজুরিতে পড়ে দেশে ফেরত যান।

এ দু’জনের ইনজুরিতে বেশ চিন্তায় পড়েছে অজিরা। কারণ কিছুদিন আগে শেষ হওয়া ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন লিন আর লঙ্কানদের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে যৌথভাবে রেকর্ড ১৮ বলে হাফসেঞ্চুরি করেন ফিঞ্চ।

এর আগে মিচেল মার্শ ও নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথকে বিশ্রামের জন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়। ফলে আগামী মঙ্গলবার প্রথম টি-২০ ম্যাচের আগে মূল একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছে সফরকারীরা। তবে ওয়ানডের জন্য বিশেষ ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েড ও জর্জ বেইলি থেকে যেতে পারেন। যদিও বেইলি এর আগে টি-২০ খেলাকে না বলে দিয়েছিলেন। কিন্তু ওয়ানডে সিরিজে তিনি সিরিজ সেরার পুরস্কার পান। নতুন স্কোয়াডে যোগ হয়েছেন উসমান খাজা। তবে ফিঞ্চ ইনজুরিতে পড়লেও দ্বাদশ ক্রিকেটারের ভূমিকায় কাজ করবেন।

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জর্জ বেইলি, স্কট বোল্যান্ড, জেমস ফকনার, জন হ্যাস্টিংস, ট্রাভিস হেড, মইসেস হেনরিকেস, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, ম্যাথিউ ওয়েড, অ্যাডাম জামপা।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।