ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পরীক্ষা দিতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তাসকিন-সানি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
পরীক্ষা দিতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তাসকিন-সানি তাসকিন ও সানি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বোলিং পরীক্ষা দিতে সোমবার (০৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। ৮ সেপ্টেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন  এ দুই বোলার।

তাসকিনের পরীক্ষা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আর সানির বেলা দুইটায়।

ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সঙ্গে প্রশ্নবিদ্ধ হয় তাসকিন ও সানির বোলিং অ্যাকশন। চেন্নাইয়ের পরীক্ষায় সন্দেহটাই সত্যি প্রমাণিত হওয়ায় দু’জনের ওপর নেমে আসে আইসিসির বোলিং নিষেধাজ্ঞা। দেশে এই কয় মাস বোলিং অ্যাকশন শোধরানোর কাজ করে এখন পরীক্ষার মুখোমুখি।  

ব্রিসবেনে সানি-তাসকিনের সঙ্গে থাকবেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। পরীক্ষার আগে একদিন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অনুশীলন করবেন তারা। দেশে ফেরার কথা ১১ সেপ্টেম্বর। তবে ফলাফল জানা যাবে পরীক্ষার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে।

মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বোলিং পরীক্ষা দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। সানির চেয়ে তাসকিনের বোলিংয়ে ত্রুটি কম থাকায় সবাই আশা করছে তাসকিনের বোলিং নিয়ে কোনো সমস্যই হবে না।

আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে কিছুটা শঙ্কা থাকছেই। তবে নিজের বোলিং অ্যাকশনের উন্নতিতে ঠিকই আস্থা রাখছেন আরফাত সানি, ‘আমার যেই সমস্যা ছিল সেটা নিয়ে কাজ করছি। আমার ল্যান্ডিং নিয়ে। ল্যান্ডিংটা স্ট্রেইট হত এখন প্যারালাল হচ্ছে। ওটা যদি ঠিকমত করতে পারি ইনশাআল্লাহ আমার বোলিং অ্যাকশন আগের মত ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস আছে, আমি বেশ আত্মবিশ্বাসী… আমি এখানে একা না এর আগেও অনেক বোলার এরকম জিনিস ফেস করছে। সবাই কিন্তু আল্লাহর রহমতে কাম ব্যাক করেছে। আমিও সেভাবে কামব্যাক করবো খুবই স্ট্রংলি। ’

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।