ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে ইংলিশদের তৃতীয় স্পিনার ডসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
বাংলাদেশ সফরে ইংলিশদের তৃতীয় স্পিনার ডসন লিয়াম ডসন-ছবি:সংগৃহীত

ঢাকা: আসন্ন বাংলাদেশ সফরে প্রথমবারের মতো ইংল্যান্ড টেস্ট দলে সুযোগ পেতে পারেন স্পিনার লিয়াম ডসন। আর ইংলিশদের বাংলাদেশ সফরের পর ভারতের বিপক্ষেও দলের তৃতীয় স্পিনার হিসেবে থাকতে পারেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের চলমান সিরিজের শেষ ওয়ানডেতে অভিষেক হয় ডসনের। যেখানে দুই উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন বাঁহাতি অর্থাডক্স এ স্পিনার। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে অভিষেক টি-টোয়েন্টিতে তিন উইকেট পান তিনি।

যদিও চলতি কাউন্টি লিগে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ২৬ বছর বয়সী তরুণ এ ক্রিকেটার। ৪৭ ম্যাচে ১২ উইকেট পেয়েছেন তিনি।

ডসনকে অবশ্য বাংলাদেশ সফর করতে হলে প্রতিযোগিতা করতে হতে পারে গ্যারেথ ব্যাটি ও জাফর আনসারির সঙ্গে। ব্যাটি আবার ২০০৫ সালে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। এছাড়া ঘরোয়া লিগে ৪০টি উইকেটও পেয়েছেন তিনি।

ইংল্যান্ড জাতীয় দলে গত কয়েক বছর ধরে স্পিনার হিসেবে জায়াগা করে নিয়েছেন মঈন আলী ও আদিল রশিদ। এ দু’জনের নিয়মিত পারর্ফমে ম্যাচে ভালোও করছে দলটি। আর বাংলাদেশ সফরে আসতে কোনো সমস্যা নেই বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন মঈন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।