ঢাকা: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্রামে থাকবেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। দুই সেরা পেসারের অনুপস্থিতে অান্তজার্তিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় তিন নতুন মুখ।
সাউথ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন ড্যানিয়েল ওরাল, জো মেনি ও ক্রিস ত্রেমেইন। গত মৌসুমের শেফিল্ড শিল্ড ফাইনালে লড়েছিল এ দুই দল। এরই সুবাদে তিন ডানহাতি পেসারকে ন্যাশনাল টিমে বাছাই করেছেন অজি নির্বাচকরা।
বর্তমানে পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কায় অজিরা। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর ৪-১ এ ওডিআই সিরিজ জিতে নিয়েছে ডেভিড ওয়ার্নাররা। দু’টি টি-টোয়েন্টি (৬ ও ৯ সেপ্টেম্বর) শেষেই প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি নেবে বিশ্বচ্যাম্পিয়নরা।
সেঞ্চুরিয়ানে আগামী ৩০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২, ৫, ৯, ১২ অক্টোবর।
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, স্কট বোল্যান্ড, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, ট্রাভিস হেড, মিচেল মার্শ, শন মার্শ, জো মেনি, ক্রিস ত্রেমেইন, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ড্যানিয়েল ওরাল, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
এমআরএম