ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরু হলো ওয়ালশ-অধ্যায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
শুরু হলো ওয়ালশ-অধ্যায়

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে বড় এক নাম-কোর্টনি ওয়ালশ। ওয়েস্ট ইন্ডিজের কিংবন্তি এ পেসার সোমবার (০৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন টাইগারদের বোলিং কোচ হয়ে।

বাংলাদেশ দলের অনুশীলন জার্সি, কালো শর্টস, নাইকির কালো কেডস, সাদা মোজা পড়ে সকাল সকাল শের-ই-বাংলা স্টেডিয়ামে হাজির ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার।

মাঠে ঢুকে প্রথমেই ওয়ালশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেন। এরপর কাজ শুরু করেন পেসারদের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে। কারও স্পট বোলিং, কারও বল গ্রিপিং, কারও স্টেপিং, ডানহাতি ও বাঁহাতি ব্যাটসম্যানকে কিভাবে ইয়র্কার ডেলিভারি দেওয়া যায়-এ নিয়ে কাজ করেছেন ওয়ালশ।

যে পেসারদের নিয়ে কাজ করেছেন তাদের একজন কামরুল ইসলাম রাব্বি। অনুশীলনে রাব্বিকে সংক্ষেপে র‌্যাব বলে ডাকা শুরু করেন ওয়ালস। অনুশীলন শেষে রাব্বি জানান, ‘হ্যাঁ, উনি আমার নাম জিজ্ঞেস করেছেন। তিনি মনে হয় আমাদের অনেকের নাম জানেন। কারণ এখানে অনেকেই আন্তর্জাতিক ম্যাচে খেলেছে। যেমন রুবেল, আল-আমিন তাদেরকে চেনে। আমাকে র‌্যাব বলে ডাকছিলো। আমার মনে হয় সংক্ষেপে বলতে তিনি পছন্দ করেন। রাব্বি থেকে সংক্ষেপে র‌্যাব-এমন কিছু একটা হবে। আমাকে ইয়র্কার ডেলিভারি দিতে বলছিলেন। ঠিকমতো ইয়র্কার দেওয়ার পর বলছিলেন, গুড বোলিং র‌্যাব। ’

প্রথম দিন ক্রিকেটারদের জানার আগ্রহ ছিল ওয়ালশের পছন্দ-অপছন্দের বিষয়গুলো। রাব্বি নতুন কোচের একটা বিষয় ধরতে পেরেছেন, ‘আমি শেষ কিছুদিন ধরে ইউটিউবে তার ম্যাচগুলো দেখছিলাম। দেখছিলাম তিনি কি রকম বোলার ছিলেন। তিনি তো আসলে অনেক বড় লিজেন্ড। যখন খেলেছিলেন তখন তো আমরা অনেক ছোট ছিলাম। আজকে আসার পর বুঝলাম তিনি বেসিকটা অনেক পছন্দ করেন, বেসিক অ্যাকশন পছন্দ করেন।  শুধু আল আমিনের গ্রিপ নিয়ে কাজ করেছেন। আর রুবেলের গ্রিপ দেখেছেন। আমাকে ওইভাবে কিছু বলেননি। আমাকে যে কাজগুলো দিয়েছেন ঠিকভাবে করতে পেরেছি বলে হয়তো কিছু বলেননি। তবে, আমার রানআপ বেশ ভালো আছে বলে জানান তিনি। বোলিং করার জন্য এটা ঠিক আছে। ’

আগামীকাল (০৬ সেপ্টেম্বর) মিরপুরে জাতীয় দলের অনুশীলন ম্যাচ। প্রাথমিক স্কোয়াডে থাকা ৩০ ক্রিকেটার  দুই দলে ভাগ হয়ে খেলবেন ৫০ ওভারের ম্যাচ। অনুশীলন ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ দলের এই বোলিং কোচ। রাব্বি জানালেন, এসব নিয়ে পরে কাজ করবেন। এখন ফোকাস শুধু কালকের ম্যাচ নিয়ে। কালকের ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রধান কোচ এ ব্যাপারে আমাদের সকলকে বলে দিয়েছেন। ওয়ালশও তাই বলছেন ‘ম্যাচের দিকে নজর দাও, স্পট বোলিং করো। ’

রাব্বির পরে রুবেল হোসেন ও শফিউল ইসলামও জানালেন একই তথ্য। কালকের ম্যাচের দিকেই নাকি ফোকাস করতে বলেছেন ওয়ালশ।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।