ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় দলে উপেক্ষিতই রইলেন গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
ক্যারিবীয় দলে উপেক্ষিতই রইলেন গেইল ক্রিস গেইল-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ক্রিস গেইলের বিশ্বব্যাপি তারকা খ্যাতির কোনো কমতি নেই। তবে নিজ দেশেই উপেক্ষিত ক্যারিবীয়ান এই দানব।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে কোনো ফরম্যাটেই আর খেলা হয়নি তার।

সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে ছিলেন না গেইল। আর সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও নেওয়া হয়নি তাকে।

পাকিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলবে ক্যারিবীয়রা। যেখানে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও সমান ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অবশ্য দলে নেওয়া হয়েছিল গেইলকে। তবে শেষ পর্যন্ত নিজের ফিটনেস প্রমাণ করতে না পারায় মাঠে নামা হয়নি তার।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন নিকোলাস পোরান, রোভম্যান পাওয়েল, জেরম টেইলর ও চাদউইক ওয়ালটন। আর বাদ দেওয়া হয়েছে গেইল ও লেন্ডল সিমন্সকে।

অন্যদিকে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট স্পেশালিস্ট ক্রেইগ ব্র্যাথওয়েট। এছাড়া সুযোগ পেয়েছেন আলজারি জোসেফ ও এভিন লুইস। তবে বাদ পড়েছেন আন্দ্রে ফ্লেচার ও জেরম টেইলর।

আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে আমিরাতে তিনটি টি-২০ খেলবে দু’দল। আর ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দু’দল তিনটি টেস্টও খেলবে। যেখানে দুবাইর টেস্টটি হবে দিবা-রাত্রির। ১৩ অক্টোবর টেস্ট দল ঘোষণা হবে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: জেসন হোল্ডার (অধিনায়ক), সুলেমান বেন, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, শ্যানন গ্যাব্রিয়েল, আলজারি জোসেফ ইভিন লুইস, সুনিল নারিন, অ্যাশলে নার্স, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, মারলন স্যামুয়েলস।

ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দল: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, ডোয়েন ব্রাভো, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার, ইভিন লুইস, সুনিল নারিন, কাইরন পোলার্ড, নিকোলাস পোরান, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, জেরম টেইলর ও চাদউইক ওয়ালটন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।