ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তরুণ ফাস্ট বোলার অ্যান্ডিল পেহলুকওয়াইয়ো।
অ্যান্ডিল ঘরোয়া লিগে ১৮টি প্রথম শ্রেণি ও ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। যেখানে ডানহাতি এ বোলারের দুই ফরম্যাট মিলিয়ে দারুণ ইকোনোমিতে ৫৯টি উইকেট রয়েছে।
এই সিরিজে ফিরছেন প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ইনজুরির কারণে ছিলেন না তিনি। এছাড়া টেস্টের শীর্ষ বোলার ডেল স্টেইনও এই সিরিজে ফিরছেন। তিনি এর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রি-দেশিয় সিরিজে ছিলেন না।
সেই ত্রি-দেশিয় সিরিজে দ. আফ্রিকার হয়ে খেলেছিলেন ফাস্ট বোলার মরনে মরকেল ও ব্যাটসম্যান রিলে রুশো। তবে সিরিজের মাঝেই ইনজুরিতে পড়েছিলেন তারা। আর অজিদের বিপক্ষেও নির্বাচকরা তাদের দলে রাখেননি।
স্কোয়াড: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল অ্যাবোট, হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, অ্যারন ফাঙ্গিসো, অ্যান্ডিল পেহলুকওয়াইয়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, ডেল স্টেইন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস