ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বুধবার মোস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়ার মূল্যায়ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
বুধবার মোস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়ার মূল্যায়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের কাঁধের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয় গত ১১ আগস্ট। অস্ত্রোপচারের পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এ বাঁহাতি পেসার।

প্রথম ধাপের পুনর্বাসনের চার সপ্তাহ শেষ হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। তার আগের দিন মোস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়ার প্রথম ধাপের মূল্যায়ন করা হবে। উন্নতি কেমন হচ্ছে সেটি জানা যাবে আগামীকালই বুধবার (৭ সেপ্টেম্বর)।

কোরবানির ঈদ (ঈদুল আজহা) পালন করতে ৮ সেপ্টেম্বর গ্রামের বাড়ি সাতক্ষীরায় যাবেন মোস্তাফিজ। বাড়িতে থাকবেন সপ্তাহখানেক। এ সময়েও ফ্রি হ্যান্ড ব্যায়াম চালিয়ে যেতে হবে কাটার মাস্টারকে।

বিসিবি সূত্রে জানা গেছে, বাড়িতে যাওয়ার আগে মোস্তাফিজকে কিছু কাজের নির্দেশনা দেয়া হবে। কাজে ঘাটতি পড়লে ঢাকায় ফেরার পর এক সপ্তাহ বাড়তি কাজ করিয়ে সেটি পুষিয়ে নেয়া হবে। মোস্তাফিজের সামনের পুনর্বাসন প্ল্যান দুই সপ্তাহ করে। দুই সপ্তাহ পর পর পাল্টাতে থাকবে কাজের ধরণ।

মোস্তাফিজের হাত এখন বাধা অবস্থাতেই রয়েছে। মিরপুর একাডেমিতে ভবনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মোস্তাফিজ জানালেন, ‘হালকা কিছু ব্যায়াম করছি। পরের সপ্তাহ থেকে কাজ বাড়বে। ’

জন্মদিনের দিনটিতেও একেবারে সাদামাটা মোস্তাফিজ। শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ দেখেই সময় কাটিয়েছেন ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়া এ পেসার।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।