ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ঘুরে দাঁড়ানো হলো না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
ঘুরে দাঁড়ানো হলো না বাংলাদেশের

ঢাকা: দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল সফরকারী বাংলাদেশ নারী দলের। তবে, বৃষ্টির কারণে সেটিও সম্ভব হলো না।

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে, আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা বরেন। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ের কারণে ১-০ তে সিরিজ জিতে নিলো আইরিশরা।

প্রথম ম্যাচে জয়ের কাছে গিয়েও জাহানারা আলমের দল হেরেছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মেয়েদের কাছে মাত্র ৬ রানের ব্যবধানে হারে সফরকারীরা।

শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিলো ১০ রান। হাতে ছিল সাতটি উইকেট। তবে, শেষ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র তিন রান তুলতে সক্ষম হয় টাইগ্রেসরা।

প্রথম ম্যাচে আগে ব্যাট করা আয়ারল্যান্ড নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে। জবাবে, ৪৮ রানে থেমে যেতে হয় বাংলাদেশকে।

টি-টোয়েন্টি সিরিজ শেষ, এবার বাংলাদেশকে নামতে হবে ওয়ানডে সিরিজে। সিরিজে টাইগ্রেসরা দুটি ম্যাচ খেলবে। ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠে আগামী ০৮ এবং ১০ সেপ্টেম্বর মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।