ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

২০ সদস্যের টাইগার স্কোয়াডে অনেক চমক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
২০ সদস্যের টাইগার স্কোয়াডে অনেক চমক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২০ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ১২ ক্রিকেটার।

২০ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন এইচপি ক্যাম্পের মেহেদি হাসান মিরাজ, শুভাশিষ রায় ও আলাউদ্দিন বাবু।

বাদ পড়াদের তালিকায় রয়েছেন লিটন কুমার দাস, শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, মোহাম্মদ মিঠুন, শুভাগত হোম, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, কামরুল ইসলাম রাব্বি ও মুক্তার আলী

ঈদুল আজহার ছুটি কাটিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর ২০ সদস্যের স্কোয়াড মিরপুরে ক্যাম্পে যোগ দেবেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে ঈদুল আজহার ছুটিতে যাবেন ক্রিকেটাররা। ছুটি কাটাতে আগামীকালই দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশ দলের নবনিযুক্ত বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ক্যাম্প শুরুর একদিন আগে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন এ কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ পেসার। ওয়ালশের ফেরার দিনই ঢাকায় ফিরবেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

২০ সদস্যের বাংলাদেশ দল: তামিম ইকবাল খান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোশাররফ হোসেন রুবেল, শুভাশিষ রায়, মেহেদি হাসান মিরাজ, আলাউদ্দিন বাবু, আল-আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।