ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বরেকর্ড গড়ে জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
বিশ্বরেকর্ড গড়ে জিতলো অস্ট্রেলিয়া

ঢাকা: বিশ্বরেকর্ড গড়ে জিতলো অস্ট্রেলিয়া। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৮৫ রানের জয়ে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারী অজিরা।

পাল্লেকেলেতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে তোলে ২৬৩ রান। জবাবে, ৯ উইকেট হারিয়ে লঙ্কানদের ইনিংস থামে ১৭৮ রানের মাথায়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই ম্যাচে অজিদের করা ২৬৩ রানই সর্বোচ্চ দলীয় স্কোর। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান তুলেছিল শ্রীলঙ্কা। তবে, আইপিএলের আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোর ছিল দলীয় সর্বোচ্চ ২৬৩।

অজিদের হয়ে ওপেনিংয়ে প্রথমবার নামেন গ্লেন ম্যাক্সওয়েল। আর তাতেই গড়েন আরেকটি বিশ্ব রেকর্ড। ৬৫ বলে ১৪টি চার আর ৯টি ছক্কায় তিনি অপরাজিত থাকেন ১৪৫ রান করে। টি-টোয়েন্টিতে প্রথমবার ওপেন করতে নামা কোনো ব্যাটসম্যানের এটিই প্রথম সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ৯৬ রান ছিল ডেমিয়েন মার্টিনের। সাবেক এই তারকা এই ম্যাচে ছিলেন ধারাভাষ্য কক্ষে।

ওয়ানডে দল থেকে বাদ পড়া ম্যাক্সওয়েল তার অর্ধশতক স্পর্শ করতে ২৭ বল খেলেন। পরের পঞ্চাশ রান করতে লেগেছে মাত্র ২২ বল। তৃতীয় উইকেটে মাত্র ৪০ বলে ১০৯ রানের জুটি গড়েছেন ম্যাক্সওয়েল-হেড জুটি।

আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ১৬ বলে ২৮ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা উসমান খাজা ২২ বলে ৩৬ রান করেন। আর মাত্র ১৮ বলে চারটি চার আর তিনটি ছক্কায় ৪৫ রান আসে ট্রেভিস হেডের ব্যাট থেকে।

২৬৪ রানের টার্গেটে নামা লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন দলপতি চান্দিমাল। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা। ২৫ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪৩ রান করেন কাপুগেদারা।

অজিদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন মিচেল স্টার্ক ও বোল্যান্ড।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।