ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারকে ‘স্লেজিং’ করে জরিমানা গুণছেন সেনানায়েকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ওয়ার্নারকে ‘স্লেজিং’ করে জরিমানা গুণছেন সেনানায়েকে ছবি: সংগৃহীত

ঢাকা: পাল্লেকেলেতে টি-২০ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ স্কোর গড়ে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারের লজ্জায় ডোবায় অস্ট্রেলিয়া। এ ম্যাচেই আইসিসির কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করায় সাচিত্রা সেনানায়েকেকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ডেভিড ওয়ার্নারকে উদ্দেশ্য করে মন্তব্যের জেরেই শাস্তির আওতায় পড়েছেন ৩১ বছর বয়সী এ অফস্পিনার।

মঙ্গলবারের (৬ সেপ্টেম্বর) ম্যাচটিতে গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ১৪৫ রানের (৬৫ বল) ঝড়ো ইনিংসে ২৬৩ রানের রেকর্ড সংগ্রহ দাঁড় করায় অজিরা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। ৮৫ রানের জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারীরা। একই ভেন্যুতে ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে সেনানায়েকের বলে ক্লিন বোল্ড হন ওয়ার্নার (১৬ বলে ২৮)। ক্রিজ ছাড়ার সময় অজি ওপেনারকে ‘স্লেজিং’ করেন তিনি। সেনানায়েকের মন্তব্য ওয়ার্নারকে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে প্ররোচিত করতে পারতো। এতেই আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.১.৭ লঙ্ঘন করেন লঙ্কান স্পিনার।

সেনানায়েকে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ কর্তৃক প্রস্তাবিত জরিমানা মেনে নেওয়ায় এ ব্যাপারে আর শুনানির প্রয়োজন হবে না। লেভেল-১ এর সব ধরনের অপরাধের সর্বনিম্ন শাস্তি সতর্কতা অথবা অফিসিয়াল তিরস্কার আর সর্বোচ্চ ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ পর্যন্ত জরিমানা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।