ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির ১০ বছরের ইনিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
মাশরাফির ১০ বছরের ইনিংস ছবি:সংগৃহীত

ঢাকা: আজ থেকে ১০ বছর আগে ঠিক এই দিনে সুমনা হক সুমির সাথে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
 
দশ বছর নিছক কম সময় নয়।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘ এই সময়টিতে ক্যারিয়ারেও বেশ চড়াই উতরাই পার করেছেন ম্যাশ। তবে ব্যক্তিগত পারফম্যান্স ও ইনজুরি তাকে সাময়ীক পীড়া দিলেও অদম্য আত্মবিশ্বাস ও মনোবল নিয়ে জয় করেছেন সকল প্রতিবন্ধকতা।
 
সাত সাতবারের অস্ত্রপচারে হাঁটু ক্ষত বিক্ষত হয়েছে, তারপরেও দমে যাননি ম্যাশ। সেই ভঙ্গুর হাঁটুতে ভরে করে কাঁপন ধরানো বোলিং ও বুদ্ধিদীপ্ত অধিনায়ত্বে দেশকে এনে দিয়েছেন অমূল্য এক একটি জয়।
 
২০০৬ সালের ৭ সেপ্টেম্বর জন্মভুমি নড়াইলে সুমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশারাফি বিন মর্তুজা। বিয়ের পর তাদের ঘর আলোকিত করে এসেছে কন্যা সন্তান হুমায়রা (৫) ও পুত্র সোহেল (২)।
 
স্ত্রী, কন্যা ও পুত্র নিয়ে নির্মল আনন্দে কেটে যাচ্ছে মাশরাফির দাম্পত্য জীবন। অনাদি অনন্তকাল মাশরাফি-সুমনার এই আনন্দ, উচ্ছ্বাস বিরাজ করুক! আজকের এই দিনে মাশরাফি দম্পতির জন্য এটাই কামনা।
 
বাংলাদেশ সময়: ২১১০ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।